• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪২৯
চলে গেলেন ভাষা সৈনিক ডাঃ হামিদ খান

সংগৃহীত ছবি

শোক সংবাদ

চলে গেলেন ভাষা সৈনিক ডাঃ হামিদ খান

  • নেত্রকোনা প্রতিনিধি
  • প্রকাশিত ২৬ জানুয়ারি ২০২০

ভাষা সৈনিক, নেত্রকোনা ডায়াবেটিক সমিতির সভাপতি, জেলা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য, বিশিষ্ট সমাজ সেবক ডাঃ এম এ হামিদ খান মারা গেছেন। জীবনের ৮৯টি বছর অতিক্রম করে শনিবার রাত দেড়টায় শেষ নি:শ্বাস ত্যাগ করেন তিনি।

নেত্রকোনা জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শ্যামলেন্দু পাল জানান, বার্ধক্যজনিত কারণে অসুস্থ হলে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে মারা যান তিনি। মৃত্যুকালে তিনি স্ত্রী, তিন কন্যা, এক ছেলেসহ আত্মীয় -স্বজন ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়লে আজ রোববার সকাল থেকে দুপুর নাগাদ সর্বস্তরের মানুষ তাকে শেষবারের মত দেখতে শহরের সাতপাইয়ের বাসায় ভিড় করেন। এ সময় বিভিন্ন সংগঠন তার মরদেহে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।

রোববার বাদ জোহর নেত্রকোনা আধুনিক স্টেডিয়ামে মরহুমের জানাজা শেষে তার নিজ বাড়ি নেত্রকোনার বৈরাটি ইউনিয়নের মাতাং গ্রামের পারিবারিক কবর স্থানে তাকে দাফন করা হয়।

জানাজায় জেলা প্রশাসক মঈনউল ইসলাম, পুলিশ সুপার আকবর আলী মুনসী, নেত্রকোনা পৌর মেয়র নজরুল ইসলাম খানসহ সহস্রাধিক মুসুল্লী অংশ নেন।

ভাষা সৈনিক এম এ হামিদ খানের মৃত্যুতে মৎস্য ও প্রাণি সম্পদ প্রতিমন্ত্রী আশরাফ আলী খান খসরু শোক জানিয়ে বলেছেন, এই ক্ষতি অপুরণীয়। সংরক্ষিত আসনের সংসদ সদস্য হাবিবা রহমান খানম শেফালী, জেলা প্রশাসক মঈনউল ইসলাম, জেলা পরিষদ চেয়ারম্যান প্রশান্ত কুমার রায়, পুলিশ সুপার আকবর আলী মুনসী, নেত্রকোনা পৌনসভার মেয়র নজরুল ইসলাম খান গভীর শোক জানিয়ে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

শোক জানিয়েছেন নেত্রকোনা জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শ্যামলেন্দু পাল, সহ-সভাপতি আব্দুল হান্নান রঞ্জন, জ্যেষ্ঠ সাংবাদিক হায়দার জাহান চৌধুরী, ময়মনসিংহ বিভাগীয় প্রেসক্লাবের সহ-সভাপতি লাভলু পাল চৌধুরী, কবি সরোজ মোস্তফা, নেত্রকোনা টেলিভিশন সাংবাদিক ফোরামের সভাপতি খলিলুর রহমান শেখ ইকবাল, সাধারণ সম্পাদক লিটন ধর গুপ্ত, কবি শিমুল মিলকী। এছাড়াও নেত্রকোনা সাহিত্য সমাজের সভাপতি কামরুজ্জামান চৌধুরী, সাধারণ সম্পাদক সাইফুল্লাহ এমরান, লোক সংগঠন শিখরের সাধারণ সম্পাদক জিয়াউর রহমান খোকন, সাংস্কৃতিক কর্মী এটিএম এ রাজ্জাকসহ অনেকই।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads