• মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪২৯
এই দিনে

ফরাসি ঔপন্যাসিক এবং নাট্যকার অনরে দ্য বালজাক

ইন্টারনেট

মতামত

এই দিনে

  • প্রকাশিত ২০ মে ২০১৮

১৪৯৮ : উত্তমাশা অন্তরীপ হয়ে ভাস্কো দ্য গামা দক্ষিণ ভারতের কালিকট বন্দরে উপস্থিত হন।

১৫০৬ : ইতালীয় নাবিক ক্রিস্টোফার কলম্বাসের মৃত্যু।

১৭৯৯ : ফরাসি কথাশিল্পী বালজাক জন্মগ্রহণ করেন।

১৯০২ : কিউবা প্রজাতন্ত্রের আত্মপ্রকাশ।

১৯৩৪ : সীমান্ত বিরোধ এড়াতে সৌদি আরব ও ইয়েমেনের মধ্যে তায়েফ চুক্তি স্বাক্ষর।

১৯৫৪ : পূর্ব পাকিস্তানে ফজলুল হক মন্ত্রিসভা বাতিল ঘোষণা ও গভর্নর শাসন জারি।

১৯৮৬ : পশ্চিমবঙ্গ বাংলা আকাদেমি প্রতিষ্ঠিত হয়।

অনরে দ্য বালজাক : ঊনবিংশ শতাব্দীর বিখ্যাত ফরাসি ঔপন্যাসিক এবং নাট্যকার। বালজাকের জন্ম ফ্রান্সে, ১৭৯৯ সালের ২০ মে। তিনি বিশ্বসাহিত্যে কালজয়ী লেখক হিসেবে খ্যাত। তিনি ধারাবাহিকতা বজায় রেখে প্রায় ১০০টি উপন্যাস রচনা করেছেন। ১৮১৫ সালে নেপোলিয়ন বোনাপার্টের পতনের পর ফ্রান্সের জনগণের জীবনযাত্রার বাস্তব আখ্যান ফুটে উঠেছে তার উপন্যাসগুলোতে। বালজাক ইউরোপীয় সাহিত্যে বাস্তববাদ প্রবর্তনের ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করেন। সমাজের কোনো অসঙ্গতিই তিনি এড়িয়ে যাননি।

তিনি বহুরূপী চরিত্র এবং সাধারণ চরিত্রের মধ্যে বহুমুখিতা আনয়ন করেছেন। বালজাকের কয়েক খণ্ডে লেখা উপন্যাস ‘দ্য হিউম্যান কমেডি’কে বলা হয় তার সমকালীন সমাজের নিখুঁত ও অনুপম সাহিত্যচিত্র। তার অন্য উপন্যাস ‘ফাদার গোরিও’ ধ্রুপদী সাহিত্যশৈলীর উজ্জ্বলতম দৃষ্টান্ত। একটি কালজয়ী নাটকেরও রচয়িতা তিনি, নাম ‘স্টেপ মাদার’। নাটকটি এখনো বিভিন্ন দেশে মঞ্চস্থ হয়। ১৮৫০ সালে বালজাকের যখন মৃত্যু হয়, তখন তার বয়স মাত্র ছিল ৫১ বছর।

 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads