• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪২৯
এই দিনে

সার্কাস জগতের গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব প্রিয়নাথ বসু

ইন্টারনেট

মতামত

এই দিনে

  • প্রকাশিত ২১ মে ২০১৮

১৫০২ : জোয়া দ্য নোভা সেন্টের হেলেনা দ্বীপ আবিষ্কার।

১৯০৪ : ফেডারেশন অব ইন্টারন্যাশনাল ফুটবল অ্যাসোসিয়েশন (ফিফা) গঠিত।

১৯২০ : গ্রেট বেঙ্গল সার্কাসের প্রতিষ্ঠাতা প্রিয়নাথ বসুর মৃত্যু।

১৯৭৪ : যুক্তরাষ্ট্র-বাংলাদেশ সাহায্য চুক্তি স্বাক্ষর।

১৯৯১ : ক্রিকেট তারকা সাঈদ আনোয়ারের ব্যক্তিগত সর্বোচ্চ (১৯৪) রানের বিশ্বরেকর্ড।

১৯৯৪ : সওগাত সম্পাদক মোহাম্মদ নাসির উদ্দীনের ইন্তেকাল।

১৯৯৪ : ইয়েমেনের স্বাধীনতা ঘোষণা।

২০০৬ : বাংলাদেশে সাবমেরিন কেবল সিস্টেমের উদ্বোধন।

গ্রেট বেঙ্গল সার্কাস : লোকজ সার্কাসে বাঙালি মুন্সিয়ানা এখনো বিরাজমান। এদেশীয় সার্কাসে তথ্যানন্দ, প্রতিবাদ, সংগ্রাম, কুসংস্কারের কথা তুলে ধরার এক অভিনব কলাকৌশল উপস্থাপনের সূত্রপাত ঘটে গ্রেট বেঙ্গল সার্কাসের মাধ্যমে। ভারতীয় উপমহাদেশের সার্কাস জগতের গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব প্রিয়নাথ বসু (১৮৬৫-১৯২০) গ্রেট বেঙ্গল সার্কাসের প্রতিষ্ঠাতা।

প্রিয়নাথ বসুর আদি নিবাস বর্তমান পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশপরগণার জাগুলিয়ায়। তার বাবার নাম মনোমোহন বসু। প্রিয়নাথ বসু প্রফেসর বোস নামে খ্যাত। তিনি ছিলেন প্রথম বাঙালি যিনি পিরামিড অ্যাক্ট, জাগলিং অ্যাক্ট, প্যারালাল বার, হরাইজন্টাল বার খেলায় দক্ষতা অর্জন করেছিলেন। তার সার্কাসে বাঙালি পরিচালক, ক্রীড়াবিদ, অশ্বারোহী, পশুশিক্ষক এবং বাঙালি মেয়েরাও ঘোড়ায় চড়া, বাঘের খেলা, ট্র্যাপিজের খেলা দেখাতেন। ভারতের প্রথম মহিলা সার্কাস খেলোয়াড় সুশীলাসুন্দরী এবং তার বোন কুমুদিনী এই সার্কাসে খেলা দেখাতেন।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads