• শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪২৮
এই দিনে

বিজ্ঞানী আবদুস সালাম

সংরক্ষিত ছবি

মতামত

এই দিনে

  • প্রকাশিত ২৩ মে ২০১৮

১৫৬৪ : নেদারল্যান্ডসের স্বাধীনতা ঘোষিত হয়।

১৭৮৫ : মার্কিন বিজ্ঞানী বেনজামিন ফ্রাংকলিন বাইফোকাল চশমা আবিষ্কার করেন।

১৮৫৫ : ইংরেজ নারীবাদী ইসাবেলা ফোর্ডের জন্ম হয়।

১৯০৬ : নরওয়ের বিখ্যাত নাট্যকার হেনরিক ইবসেনের মৃত্যু হয়।

১৯২০ : এশিয়ার প্রথম কমিউনিস্ট সংগঠন ইন্দোনেশিয়ার কমিউনিস্ট পার্টি গঠিত হয়।

১৯৩০ : প্রত্নতাত্ত্বিক ও ঐতিহাসিক রাখালদাস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যু হয়।

১৯৪৭ : ব্রিটিশ মন্ত্রিসভা ভারত বিভক্তির ঐতিহাসিক প্রস্তাব মেনে নেন।

১৯৯৩ : ঢাকা বিশ্ববিদ্যালয় নোবেল বিজয়ী বিজ্ঞানী আবদুস সালামকে সম্মানপূর্বক ডিগ্রি প্রদান করে।

 

বিজ্ঞানী আবদুস সালাম

পদার্থবিজ্ঞান চর্চা ও গবেষণায় যেসব বিজ্ঞানী কৃতিত্বের স্বাক্ষর রেখেছেন তাদের মধ্যে পাকিস্তানের অধ্যাপক আবদুস সালাম অন্যতম। ‘সুইডিশ একাডেমি অব সায়েন্স’ ১৯৭৯ সালে পদার্থবিজ্ঞানের ক্ষেত্রে যে নোবেল পুরস্কার ঘোষণা করেন— সেই তিন নোবেল বিজয়ী পদার্থবিজ্ঞানীদের একজন আবদুস সালাম। অপর দু’জন হলেন মার্কিন পদার্থবিজ্ঞানী অধ্যাপক স্টিভেন ভিনুবার্গ ও অধ্যাপক শেলডান এল গ্লাশো। পদার্থবিজ্ঞানে যে অনন্য সাধারণ কাজের জন্য এই তিন পদার্থবিজ্ঞানীকে নোবেল পুরস্কার দেওয়া হয়, বিজ্ঞানীদের ভাষায় তা ‘ইউনিফায়েড ফিল্ড থিওরি’— একক ক্ষেত্রতত্ত্ব নামে পরিচিত। একত্রিশ বছর বয়স হওয়ার আগেই বিজ্ঞানী আবদুস সালাম রয়্যাল সোসাইটির সভ্য মনোনীত হন। ১৯৫৭ সালে তিনি লন্ডনের ইম্পিরিয়াল কলেজ অর সায়েন্স অ্যান্ড টেকনোলজির তত্ত্বীয় পদার্থবিজ্ঞানের অধ্যাপক হিসেবে কাজ করেন। এ ছাড়া তিনি ইতালির ত্রিয়োস্তেতে অবস্থিত ‘ইন্টারন্যাশনাল সেন্টার থিওরেটিক্যাল ফিজিক্স’-এর পরিচালক ছিলেন। মূলত তার উদ্যোগে এই বিশিষ্ট গবেষণা কেন্দ্রটি গড়ে উঠেছে। বিজ্ঞানী আবদুস সালাম ১৯২৬ সালে পাকিস্তানের লাহোর শহরের দুই শ কিলোমিটার উত্তর-পশ্চিমে ‘ঝাঙ’ নামক শহরে জন্মগ্রহণ করেন। জীবনের শেষ মুহূর্তে এই বিজ্ঞানী বিরল পারকিনসন রোগে আক্রান্ত হন এবং ১৯৯৬ সালে মৃত্যুবরণ করেন।

 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads