• বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪২৮
এই দিনে

নেপোলিয়ান বোনাপার্ট

সংরক্ষিত ছবি

মতামত

এই দিনে

  • প্রকাশিত ২৬ মে ২০১৮

১৭০৩ : ইংরেজ দিনলিপিকার স্যামুয়েল প্যাপিসের জন্ম 

১৭৩৯ : মোগল সম্রাট মুহাম্মদ শাহ ও ইরানের নাদির শাহের মধ্যে চুক্তির ফলে আফগানিস্তান ভারত থেকে পৃথক হয়ে যায়

১৮০৫ : নেপোলিয়ান বোনাপার্ট ফ্রান্সের সম্রাট পদে অভিষিক্ত হন

১৮৬৫ : আমেরিকার গৃহযুদ্ধের অবসান ঘটে

১৮৯৬ : রাশিয়ার শেষ জার দ্বিতীয় নিকোলাস অভিষিক্ত হন

১৯০৮ : ভারতীয় বিখ্যাত মুসলিম নেতা মির্জা গোলাম আহমদের মৃত্যু

১৯৪৮ : দক্ষিণ আফ্রিকায় বর্ণবাদী জাতীয়তাবাদী সরকার ক্ষমতায় আসে

১৯৬৯ : অ্যাপলো-১০ নভোযানের আট দিনের সফল ভ্রমণ শেষে পৃথিবীতে অবতরণ

১৯৭২ : বাংলাদেশকে হাইতির স্বীকৃতি দান

১৯৮৬ : বাংলাদেশের বরিশালে লঞ্চডুবিতে ২৩০ জনের মৃত্যু

১৯৯৯ : কাশ্মিরের কারগিল সীমান্তে পাকিস্তান-ভারত যুদ্ধ শুরু

 

আমেরিকার গৃহযুদ্ধ

মার্কিন যুক্তরাষ্ট্রের গৃহযুদ্ধ হচ্ছে যুক্তরাষ্ট্রের এক আঞ্চলিক বিরোধ, যা মূলত মার্কিন ফেডারেল সরকার আর বিপ্লবী ১১টি দাসনির্ভর প্রদেশের মধ্যে সংঘটিত হয়। প্রেসিডেন্ট জেফারসন ডেভিসের নেতৃত্বে এই ১১টি প্রদেশ পূর্বেই নিজেদের মূল যুক্তরাষ্ট্র হতে আলাদা ঘোষণা করেছিল এবং নামকরণ করেছিল কনফেডারেট স্টেটস অব আমেরিকা। এদের বিরুদ্ধে ছিলেন প্রেসিডেন্ট আব্রাহাম লিঙ্কনের ইউনিয়ন সরকার আর মার্কিন রিপাবলিকান দল, যারা দাসপ্রথার বিস্তারের ঘোর বিরোধী ছিল। আমেরিকার এ গৃহযুদ্ধ আন্তঃপ্রাদেশিক যুদ্ধ নামেও পরিচিত, যা ১৮৬১ সালে শুরু হয় এবং ১৮৬৫ সালের আজকের দিনে তার পরিসমাপ্তি ঘটে। আমেরিকার গৃহযুদ্ধে বিদেশি কোনো শক্তি কোনো ধরনের হস্তক্ষেপ করেনি। যুদ্ধের শুরুটা হয় দাসপ্রথা সম্পর্কিত খুব স্পর্শকাতর বিষয় নিয়ে; বলা যায়, সুনির্দিষ্টভাবে পশ্চিমা অঙ্গরাজ্যগুলোতে দাসপ্রথার প্রসারণ নিয়ে। চার বছরব্যাপী এই যুদ্ধে ছয় লাখেরও বেশি সৈন্য মারা যায় এবং দক্ষিণের বেশিরভাগ স্থাপনা ধ্বংসের সম্মুখীন হয়। কনফেডারেসি ধ্বংসপ্রাপ্ত হয়, দাসপ্রথা বিলুপ্ত হয়, একই সঙ্গে শুরু হয় জাতীয় ঐক্য এবং সদ্য স্বাধীন দাসদের তাদের প্রতিশ্রুত অধিকার দেওয়ার অত্যন্ত কঠিন পুনর্নির্মাণ প্রক্রিয়া।

 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads