• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪২৯
এই দিনে

ফরাসি যোদ্ধা জোয়ান অব আর্ক

ইন্টারনেট

মতামত

এই দিনে

  • প্রকাশিত ৩০ মে ২০১৮

১৪৩১ : ফ্রান্স ও ইংল্যান্ডের শতবর্ষী যুদ্ধের ফরাসি যোদ্ধা জোয়ান অব আর্ককে ইংরেজরা বন্দি এবং আগুনে পুড়িয়ে হত্যা করে।

১৬৩১ : ফ্রান্সের প্রথম সংবাদপত্র লা গ্যাজেট প্রকাশিত হয়।

১৭৭৮ : ফরাসি লেখক ও দার্শনিক ভলতেয়ারের মৃত্যু।

১৮৫৯ : ইংল্যান্ডের বিগবেন ঘড়ি প্রথমবারের মতো বেজে ওঠে।

১৮৯৯ : কলকাতার ঘরে ঘরে বিদ্যুৎ সরবরাহ শুরু হয়। 

১৯১২ : মার্কিন বিমান আবিষ্কারক উইলবার রাইটের মৃত্যু।

১৯১৩ : আলবেনিয়া নতুন রাষ্ট্রের মর্যাদা পায়। 

১৯৮১ : বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান নিহত হন।

 

আলবেনিয়া

আলবেনিয়া দক্ষিণ-পূর্ব ইউরোপের বলকান উপদ্বীপে অবস্থিত একটি রাষ্ট্র। ১৯১২ সালের আজকের দিনে এটি নতুন রাষ্ট্রের মর্যাদা পায়। উনিশ শতকে বলকান অঞ্চলের অনেক পরাধীন মানুষ নিজেদের জন্য স্বাধীন রাষ্ট্রের স্বপ্ন দেখতে শুরু করে। ১৯১০ থেকে ১৯১২ সালের মধ্যবর্তী সময়ে আলবেনীয় জাতীয়তাবাদীরা উসমানীয়দের বিরুদ্ধে সশস্ত্র সংগ্রামে লিপ্ত হয়। প্রথম বলকান যুদ্ধ নামে পরিচিত এই যুদ্ধে সার্ব, গ্রিক ও বুলগেরীয় সেনারাও যোগ দেয়। উসমানীয়রা এতে পরাজয় বরণ করে এবং আলবেনিয়া স্বাধীনতা ঘোষণা করে। যুদ্ধের পর যুক্তরাজ্য, জার্মানি, রাশিয়া, অস্ট্রিয়া, ফ্রান্স ও ইতালি (মহাশক্তিসমূহ) একটি সম্মেলনে আলবেনিয়ার স্বাধীনতা মেনে নেয়, কিন্তু প্রতিবেশী দেশগুলোর প্রবল চাপের মুখে তারা আলবেনীয় অধ্যুষিত কসোভো অঞ্চলটি সার্বিয়াকে এবং কামেরিয়া অঞ্চলটির অধিকাংশ গ্রিসকে দিয়ে দেয়। এর ফলে আলবেনীয় জনসংখ্যার প্রায় অর্ধেকই সদ্যপ্রতিষ্ঠিত রাষ্ট্রের সীমানার বাইরে পড়ে যায়। এর কিছুদিন পরই প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয়ে যায়। এ সময় অস্ট্রিয়া, ফরাসি, ইতালি, গ্রিক, মন্টেনেগ্রীয় এবং সার্বীয় সেনারা আলবেনিয়া দখল করে। ফলে দেশটিতে রাজনৈতিক নেতৃত্বহীনতা দেখা দেয়। বিশ্বযুদ্ধের পরে প্যারিস শান্তি সম্মেলনে মার্কিন প্রেসিডেন্ট উড্রো উইলসন আলবেনিয়াকে ভাগ করে তার প্রতিবেশীদের দিয়ে দেওয়ার ব্রিটিশ-ফরাসি-ইতালীয় পরিকল্পনার বিরুদ্ধে ভেটো দেন। ১৯২০ সালে আলবেনিয়াকে সদ্য সংগঠিত লিগ অব নেশনসে অন্তর্ভুক্ত করা হয়, ফলে দেশটি স্বাধীন রাষ্ট্র হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি লাভ করে। ১৯৪৪ থেকে ১৯৯০ সাল পর্যন্ত এটি একটি সাম্যবাদী রাষ্ট্র ছিল। ১৯৯১ সালে দেশটি গণতন্ত্র ও বাজার অর্থনীতি ব্যবস্থায় ধীরে ধীরে রূপান্তর শুরু করে। তিরানা আলবেনিয়ার বৃহত্তম শহর ও রাজধানী।

 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads