• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪২৯
এই দিনে

মার্কিন কবি অ্যালেন গিন্সবার্গ

ইন্টারনেট

মতামত

এই দিনে

  • প্রকাশিত ০৩ জুন ২০১৮

১৫০২ : পর্তুগিজ নৌ-অভিযাত্রী ভাস্কো-দা-গামা ভারতের কালিকট বন্দরে এক নৃশংস হত্যাযজ্ঞ চালায়।

১৬৫৭ : মানবদেহে রক্ত চলাচল প্রক্রিয়ার আবিষ্কারক চিকিৎসক উইলিয়াম হার্ভের মৃত্যু।

১৭৮৯ : ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাংলায় লবণ উৎপাদন নিষিদ্ধ করে।

১৯১৫ : ব্রিটিশ সরকার রবীন্দ্রনাথকে ‘নাইট’ উপাধিতে ভূষিত করে।

১৯২৬ : মার্কিন কবি অ্যালেন গিন্সবার্গের জন্ম।

১৯৩৬ : অবিভক্ত ভারতের সিভিলিয়ান রেডিওর নাম পরিবর্তন করে ‘অল ইন্ডিয়া রেডিও’ রাখা হয়।

১৯৪৭ : ব্রিটিশ সরকার ভারত বিভাগের পরিকল্পনা প্রকাশ করে।

১৯৪৯ : আওয়ামী মুসলিম লীগ প্রতিষ্ঠিত হয়।

 

আওয়ামী মুসলিম লীগ

’৪৭-এর দেশভাগের পটভূমিতে পাকিস্তান প্রতিষ্ঠার দুই বছর পর ১৯৪৯ সালে তৎকালীন পূর্ব পাকিস্তানে ‘আওয়ামী মুসলিম লীগ’ নামে একটি রাজনৈতিক দল গঠন করা হয়। এই সময় ঢাকা পাকিস্তানের পূর্বাঞ্চলীয় প্রদেশ পূর্ব পাকিস্তানের অংশ ছিল। তৎকালীন পাকিস্তানের বৃহত্তম দল মুসলিম লীগের বড় একটি অংশ নিয়ে হোসেন শহীদ সোহ্‌রাওয়ার্দী, আবুল হাশিম, আবদুল হামিদ খান ভাসানী, শামসুল হক, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রমুখ এই রাজনৈতিক দলটি প্রতিষ্ঠা করেন। আওয়ামী মুসলিম লীগ পাকিস্তানের ক্ষমতাসীন মুসলিম লীগের বিকল্প হিসেবে প্রতিষ্ঠিত হয়েছিল। এই রাজনৈতিক দলটি তৎকালীন পূর্ব পাকিস্তানে খুব দ্রুত জনপ্রিয়তা অর্জনে সমর্থ হয়। উপরন্তু এটি ঘটনাক্রমে পশ্চিম পাকিস্তানের সামরিক ও রাজনৈতিক প্রতিষ্ঠানের বিরুদ্ধে সংগ্রামে বাঙালি জাতীয়তাবাদের পক্ষে একটি সক্রিয় সংগঠন হিসেবে নেতৃত্বে দিতে সক্ষম হয়। ১৯৫৩ সালে মওলানা ভাসানীর সভাপতিত্বে অনুষ্ঠিত আওয়ামী মুসলিম লীগের কাউন্সিল অধিবেশনে দলের নাম থেকে মুসলিম শব্দটি বাদ দেওয়ার সিদ্ধান্ত হয়। তখন থেকে দলটির নামকরণ হয় আওয়ামী লীগ। দলটিকে অসাম্প্রদায়িক রাজনৈতিক প্রতিষ্ঠান হিসেবে বিকশিত করাই ছিল দলের নাম থেকে মুসলিম শব্দটি বাদ দেওয়ার অন্তর্নিহিত কারণ। পরবর্তীতে একটি অসাম্প্রদায়িক দল হিসেবে বাঙালি জাতীয়তা বিকাশে এবং বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধে আওয়ামী লীগ পালন করে অগ্রণী ভূমিকা।

 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads