• বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪২৯
এই দিনে

মার্কিন প্রেসিডেন্ট রোনাল্ড রিগ্যান

ইন্টারনেট

মতামত

এই দিনে

  • প্রকাশিত ০৫ জুন ২০১৮

৮৪২ : আব্বাসীয় খলিফা মুতাসিম বিল্লাহর মৃত্যু

১৭২৩ : বিখ্যাত অর্থনীতিবিদ অ্যাডাম স্মিথের জন্ম

১৯১০ : মার্কিন ছোট গল্পকার ও’ হেনরির মৃত্যু

১৯১৫ : ডেনমার্কে মহিলাদের ভোটাধিকার প্রদান

১৯৬৭ : দখলদার ইসরাইল ও আরব দেশগুলোর মধ্যে তৃতীয় যুদ্ধের সূচনা

১৯৬৮ : আমেরিকার প্রেসিডেন্ট পদপ্রার্থী রবার্ট কেনেডি আততায়ীর গুলিতে নিহত

১৯৭৬ : আট বছর বন্ধ থাকার পর সুয়েজ খাল পুনরায় খুলে দেওয়া হয়

১৯৮৩ : অমৃতসর স্বর্ণ মন্দিরে ভারতীয় সামরিক বাহিনীর হামলায় উগ্রপন্থি ৬শ’ হিন্দু নিহত

২০০৪ : মার্কিন যুক্তরাষ্ট্রের ৪০তম প্রেসিডেন্ট রোনাল্ড রিগানের মৃত্যু

 

রোনাল্ড রিগ্যান

অভিনয় থেকে কেউ রাষ্ট্রক্ষমতার শীর্ষে আরোহণ করতে পারে- এমন ধারণার বিকাশ প্রেসিডেন্ট রিগ্যানের হাত ধরেই। ১৯১১ সালের ৬ ফেব্রুয়ারি মার্কিন যুক্তরাষ্ট্রের ইলিনয় অঙ্গরাজ্যে প্রতিভাবান রাজনীতিক ও অভিনেতা রোনাল্ড রিগ্যানের জন্ম। পড়াশোনা করেছেন ইউরেকা কলেজে, অর্থনীতি আর সমাজবিজ্ঞান ছিল তার মেজর বিষয়। ১৯৩৭ সালে স্ক্রিন টেস্ট দেওয়ার মাধ্যমে সাত বছরের চুক্তি হয় ওয়ার্নার ব্রাদারস স্টুডিওর সঙ্গে। শুরু হয় তার অভিনয় জীবন। রোনাল্ড রিগ্যান অভিনীত চলচ্চিত্রের মধ্যে Kings Row, Bedtime for Bonzo, Law and Order, The Winning Team বিশেষভাবে উল্লেখযোগ্য।

রোনাল্ড রিগ্যান রিপাবলিকান দলের হয়ে ১৯৮০ সালে মার্কিন যুক্তরাষ্ট্রের ৪০তম প্রেসিডেন্ট নির্বাচিত হন। প্রেসিডেন্ট হওয়ার ৬৯ দিনের মাথায় তিনি আততায়ীর হাতে গুলিবিদ্ধ হন। প্রচুর রক্তক্ষরণ সত্ত্বেও দ্রুত চিকিৎসার সুবাদে সে যাত্রায় বেঁচে যান। অভিনয় জগতের পাশাপাশি রাজনীতিতেও সফল ছিলেন প্রেসিডেন্ট রোনাল্ড রিগ্যান। তার নাম উচ্চারিত হবে স্নায়ুযুদ্ধ বন্ধে বিশেষ ভূমিকা রাখার জন্য। তিনি মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছিলেন। আলঝেইমার রোগে আক্রান্ত হয়েছিলেন প্রেসিডেন্ট রিগ্যান। ২০০৪ সালের ৫ জুন তার মৃত্যু হয়।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads