• বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪২৯
এই দিনে

ধর্মগুরু দালাই লামা

সংরক্ষিত ছবি

মতামত

এই দিনে

  • প্রকাশিত ০৬ জুন ২০১৮

১৬৬০ : সুইডেন ও ডেনমার্কের দীর্ঘদিনের যুদ্ধাবসান।

১৭৫২ : এক ভয়াবহ অগ্নিকাণ্ডে মস্কোর ১৮ হাজার ঘরবাড়িসহ এক-তৃতীয়াংশ শহর পুড়ে ছাই।

১৭৭৭ : অজ্ঞাতপরিচয় মুসাফির হিসেবে বাংলার ভাগ্যবিড়ম্বিত নবাব মীর কাসেম আলীর ইন্তেকাল।

১৮০১ : স্পেন ও পর্তুগালের মধ্যে বাদাহস চুক্তি সই।

১৮০৯ : সুইডেনের সংবিধান প্রণয়ন।

১৮৬৭ : কলকাতা হাইকোর্টের প্রথম বাঙালি বিচারপতি শম্ভুনাথ পণ্ডিতের মৃত্যু। 

১৯০১ : আধুনিক ইন্দোনেশিয়ার স্থপতি ড. আহমদ সুকর্নোর জন্ম।

১৯৩৫ : নোবেল শান্তি পুরস্কারে ভূষিত তিব্বতের ধর্মগুরু দালাই লামার জন্ম।

১৯৬৪ : ব্রিটেনের কাছ থেকে মালাবির স্বাধীনতা লাভ।

 

মালাবি

মালাবি দক্ষিণ-পূর্ব আফ্রিকার একটি দ্বীপ দেশ। বিগত সময়ে ইউরোপ ও আমেরিকার বহুজাতিক কোম্পানিগুলোর শোষণনীতির ফলে আফ্রিকার দেশগুলো কোনোভাবেই দারিদ্র্যের অভিশাপ থেকে বের হতে পারছে না। আফ্রিকা মহাদেশের তেমনি একটি দারিদ্র্যপীড়িত দেশ মালাবি। ১৯৬৪ সালের ৬ জুন দেশটি ব্রিটেনের কাছ থেকে স্বাধীনতা অর্জন করে। এর আয়তন ১ লাখ ১৮ হাজার বর্গকিলোমিটার। জনসংখ্যা ১ কোটি ৬৪ লাখ। রাজধানী লাইউঙ্গ। দেশটির চারপাশে জাম্বিয়া, তানজানিয়া ও মোজাম্বিকের অবস্থান। দেশটি বিশ্বের চতুর্থ দরিদ্র দেশের স্বীকৃতি পেয়েছে। বর্তমানে দেশটিতে বৌদ্ধধর্মের উত্থান লক্ষ করা যাচ্ছে। এতে পশ্চিমাভিত্তিক ‘ফিউর ল্যান্ড বুুড্ডিস্ট সেন্টার’ নামে একটি বৌদ্ধ সংস্থা এগিয়ে এসেছে। সংস্থার মাধ্যমে ধর্মীয় শিক্ষার পাশাপাশি সব ধরনের শিক্ষার ব্যবস্থাসহ শরীর-স্বাস্থ্য ঠিক রাখা, আধুনিক চিকিৎসাসেবা ও খেলাধুলার ব্যবস্থা করা হয়। উপরন্তু আধ্যাত্মিক ধ্যান-ধারণা ও স্বাধীন চিন্তা-চেতনায় নতুন প্রজন্মকে গড়ে তোলার জন্য এখানে প্রশিক্ষণের ব্যবস্থাও রাখা হয়েছে বলে জানা গেছে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads