• মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪২৯
এই দিনে

জ্যোর্তিবিজ্ঞানী গ্যালিলিও গ্যালিলি

ইন্টারনেট

মতামত

এই দিনে

  • প্রকাশিত ১০ জুন ২০১৮

১৬১০ : গ্যালিলিও শনিগ্রহের দ্বিতীয় চক্র আবিষ্কার করেন।

১৭৫২ : বেঞ্জামিন ফ্রাঙ্কলিন ঘুড়ি উড়িয়ে বজ্র থেকে বিদ্যুৎ আহরণ করতে সক্ষম হন।

১৯০৫ : অবনীন্দ্রনাথ ঠাকুরের উদ্যোগে বঙ্গীয় কলা সংসদ গঠিত হয়।

১৯১৫ : নোবেলজয়ী (১৯৭৬) মার্কিন ঔপন্যাসিক সল বেলের জন্ম।

১৯১৮ : বাঙালি কবি ফররুখ আহমদ জন্মগ্রহণ করেন।

১৯২৬ : তুরস্কে সর্বশেষ জানেসারী বিপ্লবের সূচনা।

১৯৪০ : ইংল্যান্ড ও ফ্রান্সের বিরুদ্ধে ইতালির যুদ্ধ ঘোষণা।

১৯৪৯ : নোবেলজয়ী (১৯২৮) নরওয়েজীয় লেখিকা সিগরিদ উনসেটের মৃত্যু।

১৯৫১ : প্রাবন্ধিক এস ওয়াজেদ আলীর মৃত্যু।

১৯৬১ : কুয়েত স্বাধীনতা লাভ করে।

১৯৭২ : ভারতের প্রথম তাপানুকূল যাত্রীবাহী জাহাজ হর্ষবর্ধনের সমুদ্র যাত্রা।

বঙ্গীয় কলা সংসদ

বাঙালি মানসপটে চারুকলা, শিল্পকলা, নন্দনতত্ত্ব, কৃষ্টি ও সাহিত্যবিকাশের লক্ষ্যে যেসব সংগঠন গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে ‘বঙ্গীয় কলা সংসদ’ সেসবের অন্যতম। ১৯০৫ সালে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের প্রস্তাবানুযায়ী তারই নামকরণে কলকাতায় ‘বঙ্গীয় কলা সংসদ’ গঠিত হয়। অবনীন্দ্রনাথ ঠাকুর  এই সংগঠনের প্রথম সম্পাদক নির্বাচিত হন। শিল্পী অবন ঠাকুর (অবনীন্দ্রনাথ ঠাকুর ১৮৭১-১৯৫১) রবীন্দ্রনাথের পিতৃব্য ভ্রাতা গুণেন্দ্রনাথ ঠাকুরের কনিষ্ঠ পুত্র। অন্য আরো যারা এই সংসদের পৃষ্ঠপোষক ও সমর্থক ছিলেন তারা হলেন উপেন্দ্রকিশোর রায় চৌধুরী (খ্যাতনামা ছড়াকার সুকুমার রায়ের পিতা ও চিত্র পরিচালক সত্যজিৎ রায়ের পিতামহ), অন্নদা প্রসাদ বাগচী প্রমুখ। শিল্পকলা ও নন্দনতত্ত্বের পাশাপাশি সংগঠনটি বাংলা ভাষার বিভিন্ন বিষয়ে গবেষণা, অন্যান্য ভাষায় রচিত গ্রন্থের অনুবাদ, দুর্লভ বাংলা রচনা সংরক্ষণ, গবেষণাগ্রন্থ প্রকাশ প্রভৃতি ক্ষেত্রে এই সংসদ উল্লেখযোগ্য ভূমিকা পালন করে। পাশ্চাত্যে প্রাচ্য শিল্প প্রসারে এই সংগঠন প্রভূত তৎপরতা দেখিয়েছিল। তবে বঙ্গভঙ্গ কার্যকর হওয়ার পর বঙ্গীয় কলা পরিষদের কার্যক্রম অনেকটাই স্থবির হয়ে পড়ে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads