• বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪২৮
এই দিনে

ইংরেজ কবি, নাট্যকার ও সমালোচক বেন জনসন

ইন্টারনেট

মতামত

এই দিনে

  • প্রকাশিত ১১ জুন ২০১৮

১৫৭২ : ইংরেজ কবি, নাট্যকার ও সমালোচক বেন জনসনের জন্ম।

১৭২৭ : দ্বিতীয় জর্জ ইংল্যান্ডের রাজা হিসেবে অভিষিক্ত হন।

১৭৬০ : মহীশুরের নবাব হায়দার আলির সঙ্গে ব্রিটিশদের যুদ্ধ শুরু হয়।

১৮৪৬ : মৌলবি ফরিদ উদ্দিন খাঁর সম্পাদনায় বহুভাষিক সাপ্তাহিক ‘জগদুদ্দীপক ভাস্কর’ প্রকাশিত হয়।

১৮৯৯ : নোবেল বিজয়ী জাপানি লেখক ইয়াসুনারি কাওয়াবাতার জন্ম।

১৯০৩ : সার্বিয়ার রাজা আলেকজান্ডার ও রানি দ্রাগা বেলগ্রেডে আততায়ীর হাতে নিহত হন।

১৯২৮ : ব্রিটিশবিরোধী বাঙালি বিপ্লবী শৈলেশ্বর বসুর মৃত্যু।

১৯৪২ : সোভিয়েত ইউনিয়ন ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে ফ্যাসিবাদবিরোধী সামরিক চুক্তি স্বাক্ষরিত হয়।

১৯৬২ : ব্রাজিলিয়ান ফুটবল তারকা ও কোচ মানো মেনেজেসের জন্ম।

১৯৭০ : ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম ছাত্রী লীলা রায় নাগ মৃত্যুবরণ করেন।

 

সাপ্তাহিক ‘জগদুদ্দীপক ভাস্কর’

একটি সংবাদপত্রে পাঁচটি ভাষায় সংবাদ পরিবেশন চারটিখানি কথা নয়। অথচ আজ থেকে প্রায় পৌনে দুই শ’ বছর আগে এই কাজ করেছিলেন বহুভাষাবিদ বাঙালি পণ্ডিত মৌলবি ফরিদ উদ্দিন খাঁ। সাংবাদিক ও সাহিত্যিক ফরিদ উদ্দিন খাঁর সম্পাদনায় ১৮৪৬ সালের ১১ জুন জগদুদ্দীপক ভাস্করের প্রথম সংখ্যা ছাপা হয়। পত্রিকাটির প্রধান ভাষা ছিল বাংলা। এটি কোনো মুসলিম ব্যক্তি পরিচালিত দ্বিতীয় বাংলা পত্রিকার মর্যাদা লাভ করে। বাংলা ছাড়াও পত্রিকাটি একইসঙ্গে ইংরেজি, হিন্দি, ফার্সি ও উর্দু ভাষাতে খবর পরিবেশন করত। এজন্য জগদুদ্দীপক ভাস্করকে পঞ্চভাষিক সাপ্তাহিক বলা হতো। পাঁচ কলামের ১৬ পৃষ্ঠার এই পত্রিকাটির বার্ষিক মূল্য ছিল ৪০২ টাকা। সম্পাদক মৌলবি ফরিদ উদ্দিন খাঁ বাঙালি মুসলমান সমাজের জাগরণের ব্যাপারে দায়িত্ব পালনে সচেতন ও সক্রিয় ছিলেন বলে প্রমাণ মেলে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads