• বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪২৯
এই দিনে

মার্কিন লেখিকা ও মনীষী হেলেন কেলার

ছবি : সংরক্ষিত ছবি

মতামত

এই দিনে

  • প্রকাশিত ২৭ জুন ২০১৮

১৭৫৯ : ঐতিহাসিক কুইবেক যুদ্ধ শুরু হয়।

১৮২৯ : ইংলিশ বিজ্ঞানী ও দার্শনিক জেমস স্মিথসনের মৃত্যু।

১৮৮০ : অন্ধ ও বধির মার্কিন লেখিকা ও মনীষী হেলেন কেলারের জন্ম।

১৯২২ : সাংবাদিক জহুর হোসেন চৌধুরীর জন্ম।

১৯৫৪ : সাবেক সোভিয়েত ইউনিয়নে প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র স্থাপিত হয়।

১৯৫৭ : ব্রিটিশ কথাসাহিত্যিক ম্যালকম লাউরির মৃত্যু।

১৯৬৭ : ইংল্যান্ডের এনফিল্ড শহরে প্রথম এটিএম (অটোমেটেড টেলার মেশিন) স্থাপন করা হয়।

১৯৭৭ : জিবুতি (সাবেক ফরাসি সোমালিল্যান্ড) স্বাধীনতা লাভ করে।

১৯৯১ : কমিউনিস্ট ইশতেহারের প্রথম সংস্করণের একটি কপি লন্ডনে নিলামে বিক্রি হয়।

 

অটোমেটেড টেলার মেশিন (এটিএম)

ব্যাংকিং প্রযুক্তি খাতে অটোমেটেড টেলার মেশিন বা এটিএম কার্ড যুগান্তকারী পরিবর্তন এনে দিয়েছে। ব্যাংক হিসাবের স্বত্বাধিকারীর এটিএম কার্ড ব্যবহার করে ক্যাশ বুথ থেকে যেকোনো সময় তার অ্যাকাউন্ট থেকে টাকা উত্তোলন করতে পারেন। অর্থাৎ এটিএম হচ্ছে একটি ইলেকট্রনিক টেলিযোগাযোগ ডিভাইস, যা কোনো কেরানি বা ব্যাংক টেলার বা কোষাধ্যক্ষের প্রয়োজন ছাড়াই কোনো আর্থিক প্রতিষ্ঠানের গ্রাহকদের আর্থিক লেনদেন বিশেষ করে নগদ টাকা তোলার কাজ সম্পাদন করতে সক্ষম। ব্রিটিশ নাগরিক জন শেফার্ড ব্যারন এটিএম কার্ড ও মেশিনের উদ্ভাবক। তার জন্ম তৎকালীন ব্রিটিশ ভারতের শিলংয়ে। চকোলেট ভেন্ডিং মেশিন (চকোলেট বিক্রি করার স্বয়ংক্রিয় যন্ত্র) দেখেই তিনি এটিএম তৈরি করার কথা ভাবেন। ১৯৬৭ সালের ২৭ জুন লন্ডনে বার্কলেস ব্যাংকের এনফিল্ড শাখায় প্রথম এটিএম স্থাপন করা হয়। এই মেশিন পিন (পার্সোনাল আইডেন্টিফিকেশন নাম্বার) নম্বরের ভিত্তিতে কাজ করে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads