• মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪২৯
এই দিনে

কৃষক নেতা হাজী মোহাম্মদ দানেশ

সংরক্ষিত ছবি

মতামত

এই দিনে

  • প্রকাশিত ২৮ জুন ২০১৮

১৬৫৭ : দারাশিকো অনূদিত ‘শিক-ই-আকবর’ প্রকাশিত হয়।

১৭১২ : ফরাসি দার্শনিক জ্যাঁ জ্যাক রুশোর জন্ম।

১৭৫৭ : মীর জাফর আলী খাঁ নবাব হন এবং রবার্ট ক্লাইভ বেঙ্গলের গভর্নর নিযুক্ত হন।

১৮২০ : প্রমাণিত হয় টমেটো বিষাক্ত নয়।

১৯০১ : কমিউনিস্ট নেতা মণি সিংহের জন্ম।

১৯১৯ : জার্মানি ও মিত্র জোটের মধ্যে ভার্সাই চুক্তির মাধ্যমে প্রথম বিশ্বযুদ্ধের সমাপ্তি ঘটে।

১৯৫৪ : নেহরু ও চৌ এন লাই ভারত ও চীনের মধ্যে পঞ্চশীলা নীতি ঘোষণা করেন।

১৯৭৬ : শিল্পাচার্য জয়নুল আবেদিনের মৃত্যু।

১৯৮৬ : কৃষক নেতা হাজী মোহাম্মদ দানেশের মৃত্যু।

 

ভার্সাই চুক্তি

প্রথম বিশ্বযুদ্ধের পর জার্মানি এবং তার বিরোধী রাষ্ট্রগুলোর মধ্যে সম্পাদিত একটি চুক্তি ১৯১৯ সালের ২৮ জুন ফ্রান্সের ভার্সাই নগরীর ভার্সাই প্রাসাদের মিরর হল-এ স্বাক্ষরিত হয়। চুক্তিটি বাস্তবায়িত হয় ১৯২০ সালের ১০ জানুয়ারি। প্রথম বিশ্বযুদ্ধ চলাকালীন ১৯১৮ সালের অক্টোবরে জার্মান সরকার যুক্তরাষ্ট্রের তৎকালীন রাষ্ট্রপতি উড্রো উইলসনকে একটি সাধারণ যুদ্ধবিরতির আহ্বান জানায়। এরই প্রেক্ষাপটে উড্রো উইলসন চৌদ্দ দফা পেশ করেন। এই দফাগুলোকে বিবেচনা করে ১৯১৯ সালের বসন্তকালে প্যারিসে একটি শান্তি সম্মেলনে চুক্তির খসড়া প্রস্তুত করা হয়। খসড়ার মূল নকশা করেছিলেন ব্রিটেনের ডেভিড লয়েড জর্জ, ফ্রান্সের জর্জেস ক্ল্যামেনকু, যুক্তরাষ্ট্রের উড্রো উইলসন এবং ইতালির ভিটোরিও অরল্যান্ডো। ২৮ জুন তারিখেই এই চুক্তি অনুমোদিত হয়। কিন্তু এতে উপস্থিত জার্মান প্রতিনিধি দল অসন্তোষ প্রকাশ করেন। তারপরও চুক্তিটি কার্যকর হয়। এই চুক্তিতে জার্মানিকে যুদ্ধাপরাধী হিসেবে আখ্যায়িত করা হয় এবং মিত্রশক্তির অন্তর্ভুক্ত দেশগুলোতে সংঘটিত জীবন, অর্থ ও অবকাঠামোগত সব ক্ষয়ক্ষতির জন্য জার্মানিকে দায়ী করা হয়। এই চুক্তির ফলে জার্মানির পশ্চিম, পূর্ব ও উত্তরের বিভিন্ন অঞ্চল মিত্রশক্তির অন্তর্ভুক্ত বিভিন্ন দেশের অধীনে চলে যায় এবং চীন, প্রশান্ত মহাসাগর ও আফ্রিকায় অবস্থিত সব জার্মান কলোনি ব্রিটেন, ফ্রান্স, জাপান এবং অন্যান্য মিত্রশক্তির দখলে আসে।

 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads