• বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪২৯
এই দিনে

লর্ড উইলিয়াম বেন্টিঙ্ক

ছবি : ইন্টারনেট

মতামত

এই দিনে

  • প্রকাশিত ০৪ জুলাই ২০১৮

৯৮৭ : জুমার নামাজের প্রচলিত খুৎবা প্রণেতা ইবনে নাবাতা আল খাতিবের ইন্তেকাল।

১৭৭৬ : আমেরিকা স্বাধীনতা লাভ করে।

১৮২৭ : আমেরিকার নিউইয়র্ক রাজ্যে দাসত্ব প্রথার বিলুপ্তি ঘটে।

১৮২৮ : লর্ড উইলিয়াম বেন্টিঙ্ক ভারতবর্ষে গভর্নর জেনারেল নিযুক্ত হন।

১৮২৯ : লন্ডনে প্রথম বাস চলাচল শুরু হয়।

১৮৪৮ : কার্ল মার্কস ও ফ্রেডারিক এঙ্গেলস কমিউনিস্ট পার্টির ইশতেহার প্রকাশ করেন।

১৯০৪ : পানামা খালের খনন কাজ শুরু।

১৯০৭ : ‘হিতবাদী’ সম্পাদক কালী প্রসন্ন বন্দ্যোপাধ্যায়ের মৃত্যু।

১৯৩৪ : পদার্থবিজ্ঞানী ও রসায়নে নোবেলজয়ী মাদাম কুরির মৃত্যু।

১৯৪১ : জার্মানির নাৎসি বাহিনী পোলিশ বিজ্ঞানী ও লেখকদের হত্যা করে।

 

নাৎসি বাহিনী

নাৎসি জার্মানি এবং তৃতীয় রাইখ ১৯৩৩ থেকে ১৯৪৫ সাল পর্যন্ত সময়ে জার্মানির প্রচলিত নাম। এই সময়কালে জার্মানি সরকার একটিমাত্র রাজনৈতিক দল ন্যাশনাল সোশ্যালিস্ট জার্মান ওয়ার্কার্স পার্টি বা নাৎসি পার্টির অধীনে ছিল, যার কেন্দ্রে ফিউরার হিসেবে ছিলেন অ্যাডলফ হিটলার। হিটলারের অধীনে জার্মানি একটি আধিপত্যবাদী ফ্যাসিস্ট রাষ্ট্রে পরিণত হয়। ব্যক্তি এবং রাষ্ট্রের সব কর্মকাণ্ড পরিচালিত হয় তৃতীয় রাইখের বিভিন্ন প্রতিষ্ঠানের মাধ্যমে। এসব প্রতিষ্ঠান তাদের মানবতাবিরোধী ভূমিকার জন্য দেশে ও বিদেশে অত্যন্ত বিতর্কিত হয়েছিল। বর্ণবাদ, বিশেষ করে ইহুদিবিদ্বেষ ছিল নাৎসি পার্টির শাসনামলের অন্যতম বৈশিষ্ট্য। ১৯৩৯ সালের সেপ্টেম্বর মাসে পোল্যান্ড আক্রমণ করে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সূত্রপাত করে জার্মানি। ইহুদি এবং অন্যান্য সম্প্রদায় ও জাতিগোষ্ঠীর ব্যক্তিদের বিভিন্ন কনসেনট্রেশন ক্যাম্পে বন্দি করা হয়। পরবর্তী সময়ে এসব হতভাগ্যকে গণহত্যার শিকার হতে হয়, যা ইতিহাসে হলোকাস্ট নামে পরিচিত। ১৯৪৫ সালের মে মাসে মিত্রশক্তি ভারম্যাখটকে পরাজিত করলে ইউরোপ মহাদেশে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সমাপ্তি হয় এবং একই সঙ্গে জার্মানিতে নাৎসি শাসনের অবসান ঘটে। যুদ্ধশেষে যুদ্ধাপরাধের দায়ে নাৎসি জার্মানির অধিকাংশ নেতাকে নুরেমবার্গ ট্রায়ালের মাধ্যমে বিচারের মুখোমুখি করা হয়।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads