• শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪২৮
এই দিনে

ক্লোনিং পদ্ধতিতে প্রথম ভেড়া শাবক ‘ডলি’

ছবি : ইন্টারনেট

মতামত

এই দিনে

  • প্রকাশিত ০৫ জুলাই ২০১৮

৬১১ : ইমাম (রা.) ও মুয়াবিয়া (রা.)-এর মধ্যে সন্ধি স্থাপিত হয়।

১৮১১ : দক্ষিণ আমেরিকার প্রথম দেশ হিসেবে ভেনিজুয়েলা স্পেনের কাছ থেকে স্বাধীনতা লাভ করে।

১৮৪১ : টমাস কুক প্রথম ট্রাভেল এজেন্সি চালু করেন।

১৮৯১ : নোবেলজয়ী মার্কিন চিকিৎসক হার্বাট স্পেনসারের জন্ম।

১৯৪৮ : ব্রিটেনে স্বাস্থ্যসেবা আইন চালু হয়।

১৯৬৬ : নোবেলজয়ী হাঙ্গেরীয় রসায়নবিদ জর্জ দ্য হেবেসির মৃত্যু।

১৯৭৭ : অভ্যুত্থানের মাধ্যমে পাকিস্তানের প্রধানমন্ত্রী ভুট্টোকে সরিয়ে সামরিক শাসক জিয়াউল হকের ক্ষমতা দখল।

১৯৯৪ : ফিলিস্তিনে স্বায়ত্তশাসনের সূচনা হয়।

১৯৯৬ : ব্রিটেনের বিজ্ঞানী ড. উইলমুট উদ্ভাবিত ক্লোনিং পদ্ধতিতে প্রথম সাফল্য হিসেবে ভেড়ার শাবক ‘ডলি’ জন্ম নেয়।

 

ডলি 

ক্লোন হলো কোনো জীব বা কোষ বা বৃহৎ জৈব অণুর হুবহু নকল। সেই ক্লোনিংয়ের মাধ্যমে ১৯৯৬ সালের ৫ জুলাই জন্ম নেয় একটি ভেড়ার শাবক ‘ডলি’। নিউক্লিয়ার ট্রান্সফার প্রক্রিয়ায় ক্লোনিংয়ের মাধ্যমে জন্ম দেওয়া প্রথম স্তন্যপায়ী প্রাণী হিসেবে এটি বিশ্বে ব্যাপক আলোচনার জন্ম দেয়। ক্লোনিং পদ্ধতিতে কোনো জীবের একটি দেহকোষ থেকে হুবহু ওই জীবটিকে পুনরায় তৈরি করার পদ্ধতি ক্লোনিং নামে বিখ্যাত। আণবিক জীববিজ্ঞানীরা দৈনন্দিন আরেক ধরনের ক্লোনিং করে থাকেন, যা হলো ডিএনএ ক্লোনিং। ১৯৯৬ সালে রোজলিন ইনস্টিটিউট, স্কটল্যান্ডের গবেষক ড. আয়ান উইলমুট তার ২৭৩তম চেষ্টায় একটি ভেড়ার একটি দেহকোষের (স্তনবৃন্ত বা বাঁট থেকে সংগৃহীত) কেন্দ্রকে অন্য ধরনের ভেড়ার কেন্দ্রবিযুক্ত ডিম্বাণুতে প্রতিস্থাপন করেন ও তা থেকে প্রথম ধরনের সম্পূর্ণ ভেড়া ‘ডলি’কে তৈরি করে জীব ক্লোনিংয়ের সফল সূচনা করেন। তবে ‘ডলি’ ১৯৯৬ সালে জন্ম নেয়ার পর তার সপ্তম জন্মবার্ষিকীর কিছুদিন আগে ফুসফুসের জটিলতাজনিত রোগে মারা যায়। বিবিসি ও সায়েন্টিফিক আমেরিকানের মতে, ‘ডলি’ হচ্ছে পৃথিবীর সবচেয়ে জনপ্রিয় ভেড়া।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads