• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪২৯
এই দিনে

ব্রিটিশ মঞ্চ ও চলচ্চিত্র অভিনেতা স্যার লরেন্স অলিভিয়ার

ছবি : ইন্টারনেট

মতামত

এই দিনে

  • প্রকাশিত ১১ জুলাই ২০১৮

৭৮৮ : মরক্কোতে ইদ্রিসী রাষ্ট্র গঠিত।

১৫৭৬ : হুসাইন কুলি খান বাংলার শাসক নিযুক্ত।

১৮২৩ : ভারতের তৈরি প্রথম জাহাজ ডায়নার কলকাতা বন্দর থেকে আনুষ্ঠানিক যাত্রা।

১৮৮৯ : অবিভক্ত ভারতের কলকাতায় প্রথম প্রতিযোগিতামূলক ফুটবল টুর্নামেন্ট শুরু হয়।

১৯১৯ : নেদারল্যান্ডসে আট ঘণ্টা কর্মদিবস ও রোববার ছুটি আইন হিসেবে প্রতিষ্ঠিত হয়।

১৯৩৬ : বাংলাদেশের কবি আল মাহমুদের জন্ম।

১৯৭৯ : আমেরিকার প্রথম স্পেস স্টেশন ‘স্কাইল্যাব’ ভারত মহাসাগরে ভেঙে পড়ে।

১৯৮৯ : ব্রিটিশ মঞ্চ ও চলচ্চিত্র অভিনেতা স্যার লরেন্স অলিভিয়ারের মৃত্যু হয়।

১৯৯৫ : আট হাজারেরও বেশি বসনীয় মুসলমান সেব্রেনিৎসা শহরে সার্ব চরমপন্থিদের হাতে নিহত হন।

এই দিনে : ১১ জুলাই

৭৮৮ : মরক্কোতে ইদ্রিসী রাষ্ট্র গঠিত।

১৫৭৬ : হুসাইন কুলি খান বাংলার শাসক নিযুক্ত।

১৮২৩ : ভারতের তৈরি প্রথম জাহাজ ডায়নার কলকাতা বন্দর থেকে আনুষ্ঠানিক যাত্রা।

১৮৮৯ : অবিভক্ত ভারতের কলকাতায় প্রথম প্রতিযোগিতামূলক ফুটবল টুর্নামেন্ট শুরু হয়।

১৯১৯ : নেদারল্যান্ডসে আট ঘণ্টা কর্মদিবস ও রোববার ছুটি আইন হিসেবে প্রতিষ্ঠিত হয়।

১৯৩৬ : বাংলাদেশের কবি আল মাহমুদের জন্ম।

১৯৭৯ : আমেরিকার প্রথম স্পেস স্টেশন ‘স্কাইল্যাব’ ভারত মহাসাগরে ভেঙে পড়ে।

১৯৮৯ : ব্রিটিশ মঞ্চ ও চলচ্চিত্র অভিনেতা স্যার লরেন্স অলিভিয়ারের মৃত্যু হয়।

১৯৯৫ : আট হাজারেরও বেশি বসনীয় মুসলমান সেব্রেনিৎসা শহরে সার্ব চরমপন্থিদের হাতে নিহত হন।

 

স্কাইল্যাব

স্কাইল্যাব মার্কিন যুক্তরাষ্ট্রের উৎক্ষিপ্ত প্রথম মহাকাশকেন্দ্র। ১০০ টন ওজনের মহাকাশকেন্দ্রটি পৃথিবীর কক্ষপথে ১৯৭৩ থেকে ১৯৭৯ সাল পর্যন্ত প্রদক্ষিণ করে। মার্কিন নভোচারীরা এই মহাকাশকেন্দ্রে ১৯৭৩ ও ১৯৭৪ সালের মধ্যে তিনবার অবস্থান করেন। মহাকাশকেন্দ্রটিতে অণু-অভিকর্ষের প্রভাব পরিমাপের গবেষণাগার এবং অ্যাপোলো টেলিস্কোপ মাউন্ট সৌর মানমন্দিরের যন্ত্রাংশ স্থাপন করা হয়েছিল। প্রাথমিক অভিযানগুলোর পর স্কাইল্যাব অনেকটা পরিত্যক্ত অবস্থায় ছিল। ক্রমশ এর কক্ষপথ হ্রাস পেতে থাকায় এটিকে ১৯৭৯ সাল নাগাদ স্পেস শাটলের সাহায্যে উচ্চতর কক্ষপথে স্থাপনের পরিকল্পনা নেওয়া হয়। কিন্তু অর্থায়ন সমস্যার কারণে স্পেস শাটল প্রকল্পের উদ্বোধন ১৯৮১ সাল পর্যন্ত পিছিয়ে যায়। ফলে স্কাইল্যাবের পতন অনিবার্য হয়ে পড়ে এবং ১৯৭৯ সালের ১১ জুলাই এটি অস্ট্রেলিয়ার পশ্চিমাংশে বিধ্বস্ত হয়ে ভারত মহাসাগরে ভূপাতিত হয়।

 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads