• বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪২৯
এই দিনে

আলফ্রেড নোবেল

ছবি : ইন্টারনেট

মতামত

এই দিনে

  • প্রকাশিত ১৪ জুলাই ২০১৮

১৭৮৯ : বাস্তিল দুর্গ পতনের মাধ্যমে ফরাসি বিপ্লব সংঘটিত হয়।

১৮৬১ : বিশ্বের প্রথম মেশিনগান তৈরি করা হয়।

১৮৬৭ : আলফ্রেড নোবেল প্রথমবারের মতো ডিনামাইটের কার্যকারিতা প্রদর্শন করেন।

১৯১৭ : ফিনল্যান্ডের স্বাধীনতা ঘোষণা।

১৯৩০ : বিবিসি সর্বপ্রথম টেলিনাটক সম্প্রচার করে।

১৯৪২ : কংগ্রেস ওয়ার্কিং কমিটি ব্রিটিশবিরোধী ঐতিহাসিক ‘ভারত ছাড়’ আন্দোলনের প্রস্তাব গ্রহণ করে।

১৯৬৯ : এল সালভাদরের কাছে একটি ফুটবল ম্যাচে পরাজয়ের পর হন্ডুরাস ও হন্ডুরাসে এল সালভাদরের অভিবাসী শ্রমিকদের মধ্যে দাঙ্গা বাধে।

১৯৭১ : রসায়নবিদ পুলিনবিহারী সরকারের মৃত্যু।

১৯৭৩ : জাতীয় সংসদে বাংলাদেশের সংবিধানের প্রথম সংশোধনী বিল গৃহীত।

 

বিবিসি

ব্রিটিশ ব্রডকাস্টিং করপোরেশন, সংক্ষেপে বিবিসি যুক্তরাজ্যভিত্তিক একটি গণমাধ্যম সংস্থা। টেলিভিশন, বেতার এবং ইন্টারনেটে সম্প্রচারের জন্য বিভিন্ন ইংরেজি অনুষ্ঠান তৈরি এবং তথ্য সেবা সরবরাহ করা বিবিসির প্রধান কাজ। পৃথিবীর প্রথম জাতীয় সম্প্রচার প্রতিষ্ঠান হচ্ছে ব্রিটিশ ব্রডকাস্টিং করপোরেশন, যা ১৯২২ সালের ১৮ অক্টোবর ব্রিটিশ ব্রডকাস্টিং কোম্পানি লিমিটেড নামে প্রতিষ্ঠিত হয়। প্রাথমিকভাবে ছয়টি ব্রিটিশ কোম্পানি মিলিত হয়ে এই লিমিটেড কোম্পানি প্রতিষ্ঠা করে। ১৯২২ সালের ১৪ নভেম্বর লন্ডনের মার্কোনি হাউজের ২-এলও স্টেশন থেকে প্রথম অনুষ্ঠান সম্প্রচারিত হয়। বিবিসি থেকে বাংলা সম্প্রচার শুরু হয় ১৯৪১ সালের ১১ অক্টোবর। বর্তমানে এটি বিবিসি ওয়ার্ল্ড সার্ভিসের অধীনে বিদেশি ভাষা হিসেবে বাংলা ভাষায় সম্প্রচারিত একটি বিভাগ। নিরপেক্ষ অনুষ্ঠান তথা সংবাদ পরিবেশনের কারণে বাংলাদেশ ও ভারতের ১ কোটি ৩০ লাখ বাংলাভাষী মানুষের কাছে এটি একটি জনপ্রিয় নাম। বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে বিবিসি বাংলা নিরপেক্ষ সংবাদ প্রচারের মাধ্যমে বিপুল জনপ্রিয়তা ও বিশ্বাসযোগ্যতা অর্জন করেছিল। বিবিসি বাংলা বিভাগের অনুষ্ঠান এফএম, মিডিয়াম ওয়েভ ও শর্টওয়েভে সমগ্র বিশ্বে সম্প্রচারিত হয় লন্ডনের বুশ হাউজের সদর দফতর হতে। তা ছাড়া ঢাকা, কলকাতা ব্যুরো অফিসে এ বিভাগের সম্প্রচার ত্বরান্বিত করতে কাজ করছেন অনেক সংবাদকর্মী ও প্রযোজক। রেডিও, ইন্টারনেট, ইন্টারনেট রেডিও এবং ভিডিও- এসব মাধ্যমেই বিবিসি বাংলা সম্প্রচারিত হয়ে থাকে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads