• বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪২৯
এই দিনে

রুশ লেখক ও চিকিৎসক আন্তন চেখভ

ছবি : ইন্টারনেট

মতামত

এই দিনে

  • প্রকাশিত ১৫ জুলাই ২০১৮

১০৯৯ : খ্রিস্টান ক্রুসেডাররা জেরুজালেম শহর দখল করে।

১৫৮৮ : ব্রিটেন ও স্পেনের মধ্যে নৌযুদ্ধ হয়।

১৮১৫ : ওয়াটার লু যুদ্ধে পরাজিত নেপোলিয়ন বোনাপার্ট বন্দি হন।

১৮২০ : বাংলার নবজাগরণের পুরোদা ও গদ্যলেখক অক্ষয়কুমার দত্তের জন্ম।

১৯০৪ : বিখ্যাত রুশ লেখক ও চিকিৎসক আন্তন চেখভের মৃত্যু।

১৯১২ : ব্রিটেনে সামাজিক জীবনবীমা কার্যক্রম চালু হয়।

১৯৪৮ : জাতিসংঘ নিরাপত্তা পরিষদ ফিলিস্তিন যুদ্ধে বিরতির নির্দেশ প্রদান করে।

১৯৭৫ : মহাশূন্যের কক্ষপথে আমেরিকার অ্যাপরো এবং রাশিয়ার সুজয়ে নভোযানের সংঘর্ষে বিস্ফোরণ ঘটে।

১৯৮৭ : তাইওয়ানে ৩৮ বছরের সামরিক শাসনের অবসান ও বহুদলীয় গণতন্ত্রের পথে যাত্রা।

 

ওয়াটার লু’র যুদ্ধ

ওয়াটার লু’র যুদ্ধ ১৮১৫ সালের ১৮ জুন বেলজিয়ামের ওয়াটার লু নামক স্থানে সংঘটিত হয়। ফরাসি সম্রাট নেপোলিয়ন বোনাপার্ট এই যুদ্ধে দুটি সম্মিলিত শক্তি— ডিউক অব ওয়েলিংটনের অধীন ব্রিটিশ সেনাবাহিনী এবং গাবার্ড ভন বুচারের অধীন পার্শিয়ান সেনাবাহিনীর নিকট পরাজিত হন। নেপোলিয়ন যখন ইউরোপের বেশিরভাগ দেশ দখল করেন, তখন ইউরোপের সব দেশ মিলে ফ্রান্সের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করল। কিন্তু কিছুদিন আগেই, রাশিয়া আক্রমণের পর ভয়াবহ শীতে আক্রান্ত হয়ে তার অধিকাংশ সৈন্য মারা যায়। তাই নেপোলিয়ন এই যুদ্ধে অংশ নিতে অস্বীকৃতি জানান। অপরপক্ষে বিরোধীরা খুব দ্রুত প্যারিসকে চারদিক থেকে ঘিরে ফেলে। এমতাবস্থায় তার সৈন্যরা নেপোলিয়নকে এলবা দ্বীপে নির্বাসনে পাঠায়। তখন ফ্রান্সের রাজসিংহাসনে বুরবোঁ পরিবারের অষ্টাদশ লুই। কিন্তু ফ্রান্সের জনগণ অষ্টাদশ লুই এবং তার নতুন শাসনব্যবস্থাকে মোটেও খুশি মনে স্বীকার করে নেয়নি। দেশে এক অরাজকতা শুরু হলো। এহেন পরিস্থিতিতে নেপোলিয়ন দেড় হাজার সৈন্য নিয়ে প্যারিসে উপস্থিত হলেন। এদিকে রাজা লুই তার সৈন্যবাহিনীকে পাঠান নেপোলিয়নকে বন্দি করার জন্য। কিন্তু ফ্রান্সের সেনাবাহিনী নেপোলিয়নের ব্যক্তিত্ব, সাহসিকতা এবং আকর্ষণীয় শক্তিতে মুগ্ধ হয়ে লুইয়ের পক্ষ ত্যাগ করে নেপোলিয়নের পক্ষাবলম্বন করে। ১৮১৫ সালে ফ্রান্সের রাজসিংহাসনে আবার প্রত্যাবর্তন ঘটে নেপোলিয়নের। এ সময় ইউরোপের অন্য দেশগুলো নেপোলিয়নকে বিতাড়িত করতে ফ্রান্স আক্রমণ করে। আর এই যুদ্ধই ওয়াটার লু’র যুদ্ধ।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads