• মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪২৯
এই দিনে

স্কটিশ অর্থনীতিবিদ অ্যাডাম স্মিথ

ছবি : ইন্টারনেট

মতামত

এই দিনে

  • প্রকাশিত ১৭ জুলাই ২০১৮

১৭১২ : ইংল্যান্ড, পর্তুগাল ও ফ্রান্স যুদ্ধবিরতি ঘোষণা করে।

১৭৯০ : স্কটিশ অর্থনীতিবিদ অ্যাডাম স্মিথের মৃত্যু।

১৮২১ : আনুষ্ঠানিকভাবে স্পেন ফ্লোরিডাকে আমেরিকার কাছে হস্তান্তর করে।

১৮৬১ : কংগ্রেস কাগজের নোট প্রচলন করে।

১৯৩১ : মুসলিম জাগরণের কবি ইসমাইল হোসেন সিরাজী ইন্তেকাল করেন।

১৯৪৭ : মিয়ানমারের স্বাধীনতা সংগ্রামী অং সান নিহত হন।

১৯৬৩ : স্পেনে গৃহযুদ্ধ শুরু হয়।

১৯৭৬ : পূর্ব তিমুর ইন্দোনেশিয়ার ২৭তম প্রদেশ হিসেবে অন্তর্ভুক্ত হয়।

১৯৯২ : চলচ্চিত্রাভিনেত্রী ও গায়িকা কানন বালা দেবীর মৃত্যু।

 

ইসমাইল হোসেন সিরাজী

ইসমাইল হোসেন সিরাজী কেবল কবিই ছিলেন না, তিনি একাধারে ছিলেন বাগ্মী এবং কৃষক নেতা। তিনি ১৮৮০ সালের ১৩ জুলাই সিরাজগঞ্জ জেলায় জন্মগ্রহণ করেন বিধায় তিনি তার নামের সঙ্গে ‘সিরাজী’ উপাধি যুক্ত করেন। আর্থিকভাবে তেমন সচ্ছল না থাকায় যথেষ্ট মেধাবী হওয়া সত্ত্বেও সিরাজীর কলেজে পড়া সম্ভব হয়নি। তবে তিনি মেধা চর্চা থেকে নিজেকে সরিয়ে নেননি। সিরাজী লেখালেখি এবং সভা সমিতিতে বক্তৃতা করে জীবিকা নির্বাহ করতেন। তার লেখা ও বক্তৃতার প্রধান বিষয়বস্তু ছিল বাংলার অনগ্রসর মুসলিম সমাজকে জাগিয়ে তোলা। মুসলমানদের স্বার্থের পক্ষে কথা বললেও তিনি সাম্প্রদায়িক ছিলেন না। তিনি মনে করতেন, সম্পদের সুষম বন্টনের মধ্যেই হিন্দু-মুসলমানের সৌহার্দ্য নির্ভর করছে।

ইসমাইল হোসেন সিরাজী একই সঙ্গে ভারতীয় জাতীয় কংগ্রেস, মুসলিম লীগ, আঞ্জুমান-ই-উলামা-ই-বাঙ্গালা, জামিয়াত-ই-উলামা-ই-হিন্দ, স্বরাজ পার্টি ও কৃষক সমিতির সদস্য ছিলেন। তিনি অনুভব করেছিলেন যে ধর্মীয় ও সেক্যুলার চিন্তার মধ্যে সমন্বয় সাধন করে একদিকে ভারতীয় মুসলমান সম্প্রদায়কে জাগিয়ে তোলা সম্ভব, অন্যদিকে অবনতিশীল হিন্দু-মুসলিম সম্পর্কের উন্নয়নও সম্ভব। সমসাময়িক পত্রিকা আল-এসলাম, প্রবাসী, মোহাম্মদী, সওগাত, নবযুগ ও নবনূর প্রভৃতিতে সিরাজীর লেখা প্রকাশিত হতো। তার উল্লেখযোগ্য গ্রন্থসমূহ হলো-অনল প্রবাহ, উদ্বোধন, স্পেন বিজয় কাব্য, প্রেমাঞ্জলি, রায়নন্দিনী, তারাবাঈ, ফিরোজা বেগম ও নূরুদ্দীন । ১৯৩১ সালের ১৭ জুলাই মাত্র ৫১ বছর বয়সে ইসমাইল হোসেন সিরাজী ইহধাম ত্যাগ করেন।

 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads