• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪২৯
এই দিনে

বাঙালি কবি ও নাট্যকার দ্বিজেন্দ্রলাল রায়

সংরক্ষিত ছবি

মতামত

এই দিনে

  • প্রকাশিত ১৯ জুলাই ২০১৮

১২৯৬ : জালালুদ্দিন খিলজীকে হত্যা করে আলাউদ্দিন খিলজী দিল্লির সিংহাসন দখল করেন।

১৩৭৪ : ইতালির কবি ও মনীষী পেত্রার্ক মৃত্যুবরণ করেন।

১৭৬৩ : ব্রিটিশ সেনাবাহিনী কাটোয়ার যুদ্ধে মীর কাশিমকে পরাজিত করে।

১৮৬৩ : বাঙালি কবি ও নাট্যকার দ্বিজেন্দ্রলাল রায় জন্মগ্রহণ করেন।

১৮৭০ : প্রুশিয়ার বিরুদ্ধে ফ্রান্স যুদ্ধ ঘোষণা করে।

১৮৯৩ : রাশিয়ার প্রখ্যাত কবি মায়াকোভস্কি জর্জিয়ায় জন্মগ্রহণ করেন।

১৮৯৪ : রাজনীতিক খাজা নাজিম উদ্দিনের জন্ম।

১৮৯৯ : বাঙালি কথাসাহিত্যিক বনফুলের (বলাইচাঁদ মুখোপাধ্যায়) জন্ম।

১৯৪৯ : লাওস স্বাধীনতা লাভ করে।

২০১২ : বাংলাদেশের জনপ্রিয় লেখক হুমায়ূন আহমেদের মৃত্যু।

 

হুমায়ূন আহমেদ

কথাসাহিত্যিক, নাট্যকার, চলচ্চিত্র নির্মাতা, গীতিকার ও শিক্ষক হুমায়ূন আহমেদের জন্ম ১৯৪৮ সালে নেত্রকোনায়। তার বাবা ফয়জুর রহমান আহমেদ এবং মা আয়েশা ফয়েজ। হুমায়ূনের বাবা ফয়জুর রহমান আহমেদ ১৯৭১ সালে মুক্তিযুদ্ধ চলাকালে পিরোজপুর মহকুমার এসডিপিও হিসেবে কর্মরত অবস্থায় পাকিস্তান বাহিনীর হাতে শহীদ হন। সঙ্গত কারণেই হুমায়ূন আহমেদ মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত ছিলেন। পারিবারিক পরিমণ্ডলে সাহিত্য-সংস্কৃতি চর্চার অনুকূল আবহে হুমায়ূন আহমেদের শৈশব অতিবাহিত হয়। কৃতিত্বের সঙ্গে শিক্ষাজীবন শেষ করে তিনি ১৯৭৩ সালে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে প্রভাষক হিসেবে কর্মজীবন শুরু করেন। ১৯৭৪ সালে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে রসায়ন বিভাগে প্রভাষক পদে যোগ দেন। ১৯৯০ সালের মাঝামাঝি সময়ে তিনি অধ্যাপনা পেশা থেকে অবসর  নেন এবং সার্বক্ষণিক সাহিত্যচর্চায় মনোনিবেশ করেন। পাশাপাশি চলে নাটক ও চলচ্চিত্র নির্মাণ। বাংলা কথাসাহিত্যে হুমায়ূন আহমেদ একজন ব্যতিক্রমী লেখক। রচনার ব্যাপ্তি, বিষয়ের বৈচিত্র্য, চরিত্র নির্মাণ, রচনাশৈলী, সংলাপ প্রভৃতি মিলিয়ে তিনি এক অভিনব ধারা সৃষ্টি করেন। উপস্থিত বুদ্ধিজাত প্রকাশ ও রসবোধের কারণে তার রচনা সহজেই পাঠকের চিত্ত স্পর্শ করে। বাংলাদেশের কথাসাহিত্যের গতানুগতিক ধারাকে অতিক্রম করে হুমায়ূন আহমেদ নির্মাণ করেন এক স্বতন্ত্র ভুবন। একজন সফল লেখক হিসেবে সাহিত্য-শিল্পের বিভিন্ন শাখায় স্বচ্ছন্দ বিচরণ তাকে এনে দেয় বিপুল জনপ্রিয়তা। বহুমাত্রিকতা তার রচনার অন্যতম বৈশিষ্ট্য। এই গুণী লেখক ২০১২ সালের ১৯ জুলাই ক্যানসারে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads