• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪২৯
এই দিনে

এভারেস্ট বিজয়ী পর্বতারোহী এডমন্ড হিলারি

ছবি : ইন্টারনেট

মতামত

এই দিনে

  • প্রকাশিত ২০ জুলাই ২০১৮

১৮১০ : কলম্বিয়ার স্বাধীনতা ঘোষণা করা হয়।

১৮২২ : অস্ট্রিয়ার ধর্মযাজক ও বংশগতির প্রবক্তা গ্রেগর ইয়োহান মেন্ডেল জন্মগ্রহণ করেন।

১৯০৫ : ব্রিটিশ পার্লামেন্টে বঙ্গভঙ্গ আইন প্রথম অনুমোদিত।

১৯১৯ : এভারেস্ট বিজয়ী পর্বতারোহী এডমন্ড হিলারির জন্ম।

১৯৪৭ : মোহাম্মদ নাসির উদ্দীনের সম্পাদনায় বাংলায় মুসলিম নারীদের সচিত্র সাপ্তাহিক পত্রিকা ‘বেগম’ প্রকাশিত হয়।

১৯৫৪ : জেনেভায় ফ্রান্সের সঙ্গে চুক্তির মাধ্যমে ভিয়েতনাম যুদ্ধের অবসান ঘটে এবং ভিয়েতনাম উত্তর ও দক্ষিণ অংশে বিভক্ত হয়।

১৯৬৮ : স্পেশাল অলিম্পিক প্রতিষ্ঠা পায়।

১৯৬৯ : অ্যাপোলো ১১-এর নভোচারী নিল আর্মস্ট্রং ও এডুইন অলড্রিন প্রথম মানুষ হিসেবে চাঁদে পা রাখেন।

১৯৭৬ : মার্কিন নভোযান ভাইকিং মঙ্গলগ্রহে অবতরণ করে।

১৯৯৬ : ঢাকা নগর জাদুঘর উদ্বোধন করা হয়।

 

ঢাকা নগর জাদুঘর

ঢাকা নগর জাদুঘর ঢাকা সিটি করপোরেশন নিয়ন্ত্রিত একটি প্রতিষ্ঠান। ঢাকা নগরীর ইতিহাস ও ঐতিহ্যবিষয়ক বস্তু ও বিষয়াদি সংরক্ষণের লক্ষ্যে ১৯৮৭ সালের ২০ জুন ঢাকা নগর জাদুঘর নামে একটি প্রাইভেট প্রতিষ্ঠান হিসেবে এর আবির্ভাব ঘটে। এর প্রধান উদ্যোক্তা ইতিহাসবিদ মুনতাসীর মামুন। অন্যান্য উদ্যোক্তার মধ্যে ছিলেন ইতিহাসবিদ সিরাজুল ইসলাম, নগরবিশারদ নজরুল ইসলাম, স্থপতি রবিউল হুসাইন ও শিল্পী হাশেম খান। জাদুঘরটি অধিগ্রহণে সিটি করপোরেশন আগ্রহী হলে তা ১৯৯৬ সালের ২০ জুলাই করপোরেশনকে হস্তান্তরের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়। বর্তমানে জাদুঘরটি ঢাকা সিটি করপোরেশনের নগর ভবনের ষষ্ঠ তলার একটি বড় হলে অবস্থিত এবং একটি ট্রাস্টি বোর্ডের মাধ্যমে সিটি করপোরেশন কর্তৃক পরিচালিত। ঢাকা নগরীর ঘটনাবহুল ইতিহাস ও শিল্পসামগ্রীর পরিচয়কে বিভিন্ন বস্তুগত নিদর্শনের মাধ্যমে জনসম্মুখে তুলে ধরা; নাগরিকদের মধ্যে ঐতিহ্য চেতনা সৃষ্টি করা; ঢাকা নগরীর বিভিন্ন সমস্যার ওপর আলোকপাত করে নগরবাসীকে সচেতন করে তোলা এবং ঢাকা নগরসংক্রান্ত বিভিন্ন গুরুত্বপূর্ণ দলিল-দস্তাবেজ সংরক্ষণ করা ইত্যাদি নানামুখী উদ্দেশ্য ও লক্ষ্য নিয়ে নগর জাদুঘর যাত্রা শুরু করে। ইতোমধ্যে নগর জাদুঘর ঢাকা শহরের বিভিন্ন ঐতিহাসিক স্থাপনার ওপর কার্ড, পোস্টার, পুস্তিকা এবং ঢাকা সংক্রান্ত নানা বিষয়ের ১৩টি গবেষণা গ্রন্থ প্রকাশ করেছে। এ ছাড়া প্রায়ই আলোকচিত্র প্রদর্শনীর মাধ্যমে ঢাকা নগরের গুরুত্বপূর্ণ ঐতিহাসিক ঘটনাবলি নগরবাসীর সামনে তুলে ধরা হয়।

-উইকিপিডিয়া অবলম্বনে

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads