• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪২৯
এই দিনে

ব্রিটিশ নাগরিক জন বয়েড ডানলপ

ছবি : ইন্টারনেট

মতামত

এই দিনে

  • প্রকাশিত ২১ জুলাই ২০১৮

১৬৫৮ : মোগল সম্রাট আওরঙ্গজেব দিল্লির সিংহাসনে আরোহণ করেন।

১৭৬২ : সড়ক নির্মাণের পথিকৃৎ টিমোথি হাইনম্যানের জন্ম।

১৮১৬ : সংবাদ সংস্থা রয়টারের প্রতিষ্ঠাতা পল জুলিয়াস ফন রয়টারের জন্ম।

১৮৮৩ : ভারতের প্রথম রঙ্গমঞ্চ স্টার থিয়েটারের উদ্বোধন।

১৮৮৪ : লর্ডসে প্রথম ক্রিকেট টেস্ট ম্যাচ শুরু।

১৮৮৮ : ব্রিটিশ নাগরিক জন বয়েড ডানলপ বায়ুচালিত টায়ার আবিষ্কার করেন।

১৮৯৯ : মার্কিন কথাসাহিত্যিক আর্নেস্ট হেমিংওয়ে জন্মগ্রহণ করেন।

১৯০৬ : আইনজ্ঞ ও জাতীয়তাবাদী রাজনীতিবিদ উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়ের মৃত্যু।

১৯৫১ : মুসলিম মহাকবি কায়কোবাদ ইহধাম ত্যাগ করেন।

১৯৬৮ : আসামের করিমগঞ্জে দিব্যেন্দু ও জগন্ময় বাংলা ভাষার মর্যাদা রক্ষায় শহীদ হন।

স্টার থিয়েটার

স্টার থিয়েটার হলো কলকাতার একটি নাট্যমঞ্চ। এটি ১৮৮৩ সালে স্থাপিত হয়েছিল। স্টার থিয়েটার প্রথমে বিডন স্ট্রিটে অবস্থিত ছিল, বর্তমানে এটি উত্তর কলকাতার হাতিবাগান অঞ্চলে অরবিন্দ সরণি ও বিধান সরণির সংযোগস্থলের কাছে অবস্থিত। স্টার থিয়েটার কলকাতার দুটি সবচেয়ে পুরনো বাণিজ্যিক নাট্যমঞ্চের একটি। এই থিয়েটারে হীরালাল সেন নির্মিত প্রথম চলচ্চিত্র প্রদর্শিত হয়। স্টার থিয়েটার ভবনটি কলকাতার একটি ঐতিহ্যবাহী ভবন। ১৯৯০-এর দশকে এক অগ্নিকাণ্ডে ভবনটি ভস্মীভূত হয়েছিল। পরবর্তীকালে কলকাতা পৌরসংস্থা বাড়িটি সংস্কারের মাধ্যমে নাট্যমঞ্চটি পুনরায় চালু করে। বর্তমানে স্টার থিয়েটারের সম্মুখভাগ পুরনো স্থাপত্যশৈলী অনুসারে নির্মিত হলেও ভেতরের অংশটি আধুনিক। এখানে নাটক মঞ্চস্থ হওয়ার পাশাপাশি চলচ্চিত্রও প্রদর্শিত হয়। এই নাট্যমঞ্চটি স্থাপনে বিশিষ্ট নাট্য অভিনেত্রী বিনোদিনী দাসীর নাম বিশেষভাবে স্বীকৃত হয়। নাট্যকার ও অভিনেতা গিরিশচন্দ্র ঘোষ ১৮৮০-এর দশকে এই মঞ্চে অনেক নাটক প্রযোজনা ও মঞ্চস্থ করেছিলেন। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, রামকৃষ্ণ পরমহংস ও রবীন্দ্রনাথ ঠাকুর এই মঞ্চে নাট্যাভিনয় দেখতে এসেছিলেন। ২০১২ সালে এই ঐতিহাসিক ভবনটি সরকারি সংস্থার হাতে তুলে দেওয়া হয়।

— উইকিপিডিয়া অবলম্বনে

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads