• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪২৯
এই দিনে

মহানায়ক উত্তম কুমার

সংরক্ষিত ছবি

মতামত

এই দিনে

  • প্রকাশিত ২৪ জুলাই ২০১৮

১৭০৪ : ব্রিটেন স্পেনের কাছ থেকে জিব্রাল্টার প্রণালি দখল করে নেয়।

১৮২৩ : চিলিতে দাস প্রথা বিলোপ হয়।

১৮৬১ : ‘নীলদর্পণ’ নাটকের ইংরেজি অনুবাদ প্রকাশের দায়ে পাদরি জেমস লং কারারুদ্ধ হন।

১৮৭০ : মহাভারতের বাংলা অনুবাদক ও সাহিত্যিক কালীপ্রসন্ন সিংহের মৃত্যু।

১৮৭৯ : মি. ফিউরি কলকাতায় প্রথম বৈদ্যুতিক বাতি প্রদর্শন করেন।

১৯২১ : ফিলিস্তিন, ইরাক ও পূর্ব জর্ডান ব্রিটিশদের অধীনে এবং সিরিয়া ও লেবানন ফরাসিদের অধীনে চলে আসে।

১৯৭৬ : বাংলাদেশে প্রেসিডেন্টের গার্ড রেজিমেন্ট প্রতিষ্ঠা করা হয়।

১৯৮০ : ভারতীয় বাংলা চলচ্চিত্রের মহানায়ক উত্তম কুমারের জীবনাবসান।

 

জিব্রাল্টার প্রণালি

ভূমধ্যসাগর ও আটলান্টিক মহাসাগরের মধ্যবর্তী সংযোজক জলপথ হচ্ছে জিব্রাল্টার প্রণালি। এই প্রণালি দিয়ে অনবরত আটলান্টিক মহাসাগর থেকে পানি ভূমধ্যসাগরে প্রবেশ করছে এবং পশ্চিমমুখী একটি আন্তঃপ্রবাহ ভূমধ্যসাগরের লবণাক্ত পানি আটলান্টিক মহাসাগরে বয়ে নিয়ে যাচ্ছে। এটি ইউরোপের জিব্রাল্টার ও স্পেন থেকে আফ্রিকার মরক্কোকে পৃথক করেছে। গ্রিক পুরাণ মতে, গ্রিক বীর হেরাক্লেজ তার দশম অভিযানে টার্টেসাসে এসে পর্বত উৎপাটনের মাধ্যমে দুটি স্তম্ভ তৈরি করেন। এই স্তম্ভ দুটি হেরাক্লেজের স্তম্ভ নামে পরিচিত। এ কাজটি করেছিলেন পথের বাধা দূর করে সহজে গন্তব্যস্থলে পৌঁছার জন্য। এর উত্তরের পাহাড়টির নাম Rock of Gibraltar। দক্ষিণের পাহাড়টির নাম Monte Hacho। আফ্রিকা ও ইউরোপের মাঝামাঝি এই এলাকাটি ঐতিহাসিকভাবে অনেক আগে থেকেই আক্রমণ ও প্রতিরক্ষার কৌশলে গুরুত্বপূর্ণ ছিল। ৭১১ খ্রিস্টাব্দে আরব সেনাপতি তারিক জিব্রাল্টার পাহাড়টি দখল করেন। এখানেই ঘাঁটি করে আক্রমণ চালান স্পেনের অন্যান্য এলাকায়। তার নাম থেকেই ‘জেবেল আল তারিক’ বা ‘তারিকের পাহাড়’ নামকরণ করা হয়। এই নামটি পরিবর্তিত হয়ে জিব্রাল্টার নামধারণ করেছে। প্রণালিটি ৬০ কিলোমিটার দীর্ঘ। এই প্রণালির সঙ্কীর্ণতম স্থানের দূরত্ব ৭.৭ নটিক্যাল মাইল (১৪.৩ কিলোমিটার)। এর গভীরতা মোটামুটিভাবে ৩০০ থেকে ৯০০ মিটারের মধ্যে। এই প্রণালির উত্তর দিকে স্পেন এবং ব্রিটিশশাসিত জিব্রাল্টার। আর দক্ষিণাংশে রয়েছে আফ্রিকার মরক্কো এবং সেউটা নামক স্প্যানিশ অঞ্চল।

— উইকিপিডিয়া অবলম্বনে

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads