• বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪২৮
এই দিনে

প্রখ্যাত লেখক, ঔপন্যাসিক, কবি, চিন্তাবিদ আহমদ ছফা

সংরক্ষিত ছবি

মতামত

এই দিনে

  • প্রকাশিত ২৮ জুলাই ২০১৮

১৮২১ : পেরু স্পেনের কাছ থেকে এদিন স্বাধীনতা লাভ করে এবং দিনটি তাদের জাতীয় দিবস।

১৮৭৮ : রাশিয়া, জার্মানি, ফ্রান্স, ব্রিটেন ও অস্ট্রিয়ার মধ্যে ঐতিহাসিক বার্লিন চুক্তি স্বাক্ষরিত হয়।

১৮৯৮ : জার্মান নেতা বিসমার্কের মৃত্যু।

১৯১৩ : বঙ্গীয় কৃষক লীগ প্রতিষ্ঠিত হয়।

১৯১৪ : প্রথম বিশ্বযুদ্ধের প্রাক্কালে অস্ট্রিয়ার সম্রাট সার্বিয়ায় তার পুত্রের হত্যার ঘটনায় সার্বিয়ার বিরুদ্ধে যুদ্ধ শুরুর ঘোষণা দেন।

১৯৭২ : নকশাল আন্দোলনের নেতা চারু মজুমদারের মৃত্যু।

১৯৭৬ : চীনের টাংশানে ভয়াবহ ভূমিকম্পে ৮ লাখ লোকের প্রাণহানি।

১৯৮৮ : চীনে প্রচণ্ড ঢলে টক্কর খেয়ে ১০০ জাহাজ ডুবে যায়।

২০০১ : বাংলাদেশের প্রথাবিরোধী লেখক আহমদ ছফার মৃত্যু।

 

আহমদ ছফা

আহমদ ছফা বাংলাদেশের একজন প্রখ্যাত লেখক, ঔপন্যাসিক, কবি, চিন্তাবিদ ও গণমুখী বুদ্ধিজীবী। তার লেখায় বাংলাদেশি জাতিসত্তার পরিচয় নির্ধারণই প্রাধান্য পেয়েছে। বাংলাদেশের স্বাধীনতার পর রচিত ‘বুদ্ধিবৃত্তির নতুন বিন্যাস’ প্রবন্ধগ্রন্থে আহমদ ছফা বাংলাদেশের বুদ্ধিবৃত্তিক জগতের মানচিত্র অঙ্কন করেন এবং বাংলাদেশি বুদ্ধিজীবীদের সুবিধাবাদিতার নগ্নরূপ উন্মোচন করে বুদ্ধিজীবীদের সত্যিকার দায়িত্বের স্বরূপ ও দিকনির্দেশনা না থাকলে দেশ ও জাতির কী দুর্দশা হতে পারে, তা পরিষ্কারভাবে তুলে ধরেন। আহমদ ছফা তার বিখ্যাত ‘বাঙালি মুসলমানের মন’ প্রবন্ধে বাঙালি মুসলমানের আত্মপরিচয়ের হাজার বছরের বিবর্তন বিশ্লেষণপূর্বক তাদের পশ্চাদ্গামিতার কারণ অনুসন্ধান করেছেন। তার প্রতিটি উপন্যাসই ভাষিক সৌকর্য, বিষয়বস্তু ও রচনাশৈলীর অভিনবত্বে অনন্য। আহমদ ছফার জন্ম ১৯৪৩ সালের ৩০ জুন এবং তিনি মারা যন ২০০১ সালের ২৮ জুলাই।

— উইকিপিডিয়া অবলম্বনে

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads