• বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪২৯
এই দিনে

সমাজসংস্কারক ও সাহিত্যিক ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর

সংরক্ষিত ছবি

মতামত

এই দিনে

  • প্রকাশিত ২৯ জুলাই ২০১৮

১৮৫৮ : যুক্তরাষ্ট্র ও জাপানের মধ্যে হ্যারিস চুক্তি স্বাক্ষরিত হয়।

১৮৭৬ : ভারতীয় বিজ্ঞান সভা ‘ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন অব দ্য কাল্টিভেশন অব সায়েন্স’ প্রতিষ্ঠা লাভ করে।

১৮৭৭ : দ্বিজেন্দ্রনাথ ঠাকুরের সম্পাদনায় মাসিক পত্রিকা ‘ভারতী’ প্রকাশিত হয়।

১৮৮৩ : ইতালির ফ্যাসিবাদী একনায়ক বেনিতো মুসোলিনির জন্ম।

১৮৯১ : বাংলার নবজাগরণের প্রাণপুরুষ সমাজসংস্কারক ও সাহিত্যিক ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মৃত্যু।

১৮৯৯ : যুদ্ধ ও যুদ্ধাপরাধ সংক্রান্ত প্রথম হেগ কনভেনশন স্বাক্ষরিত হয়।

১৯৫৩ : তেনজিং নোরকে ও এডমন্ড হিলারি প্রথম এভারেস্ট শৃঙ্গে পা রাখেন।

১৯৫৭ : আন্তর্জাতিক পরমাণু শক্তি কমিশন গঠিত হয়।

১৯৫৮ : যুক্তরাষ্ট্রের গবেষণা প্রতিষ্ঠান ‘নাসা’ প্রতিষ্ঠিত হয়।

২০০৫ : জ্যোতির্বিদরা সৌরজগতের অন্যতম বামন গ্রহ এরিস আবিষ্কার করেন।

 

বামন গ্রহ এরিস

সৌরজগতের বৃহত্তম বামন গ্রহ হলো এরিস। বামন গ্রহ বলতে এমন এক মহাজাগতিক বস্তুকে বোঝানো হয়, যা না গ্রহ, না উপগ্রহ। তবে সৌরজগতের গ্রহগুলোর মতোই এরিস সূর্যকে কেন্দ্র করেই ঘুরতে থাকে। একসময় প্লুটোকে বলা হতো সৌরজগতের নবম গ্রহ। এখন আর একে গ্রহ বলা হয় না। এরিসের পরই প্লুটো এখন সৌরজগতের দ্বিতীয় বৃহত্তম বামন গ্রহ হিসেবে স্বীকৃত। এরিস আবার সৌরজগতের সবচেয়ে দূরবর্তী বামন গ্রহও বটে। ২০০৫ সালের জানুয়ারিতে মাইক ব্রাউন ও তার পালোমার অবজারভেটরি দল সর্বপ্রথম এর অস্তিত্ব আবিষ্কার করে। এরিসের পৃষ্ঠের তাপমাত্রা ন্যূনতম ৩০ কেলভিন থেকে সর্বাধিক ৫৫ কেলভিন। এর নিজ অক্ষে ঘূর্ণন কাল ৮ ঘণ্টা। এর একটি উপগ্রহও আছে।

— উইকিপিডিয়া অবলম্বনে

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads