• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪২৯
এই দিনে

সাহিত্যিক ও শিক্ষাবিদ ড. কাজী মোতাহার হোসেন

সংরক্ষিত ছবি

মতামত

এই দিনে

  • প্রকাশিত ৩০ জুলাই ২০১৮

৭৬২ : খলিফা আল মনসুর বাগদাদ শহর প্রতিষ্ঠা করেন।

১৬৫৬ : পোলিশদের পরাজয়ের মধ্য দিয়ে ওয়ারশ যুদ্ধের অবসান ঘটে।

১৮৯৭ : সাহিত্যিক ও শিক্ষাবিদ ড. কাজী মোতাহার হোসেনের জন্ম।

১৮৯৮ : জার্মানির রাষ্ট্রনায়ক অটোফন বিসমার্কের মৃত্যু।

১৯১৪ : প্রথম বিশ্বযুদ্ধ শুরু।

১৯৩৫ : বিশ্বখ্যাত প্রকাশনা সংস্থা পেঙ্গুইনের বই প্রথম প্রকাশিত হয়।

১৯৪৮ : লিভারপুলে বিশ্বের প্রথম বন্দর রাডার কেন্দ্র স্থাপিত হয়।

১৯৬৯ : মার্কিন নভোখেয়া মেরিনার-৬ পরীক্ষামূলকভাবে মঙ্গল গ্রহ থেকে পৃথিবীতে ছবি পাঠায়।

১৯৮০ : পূর্ব অস্ট্রেলিয়ার দ্বীপ দেশ ভানুয়াতু স্বাধীনতা লাভ করে।

 

প্রথম বিশ্বযুদ্ধ

প্রথম বিশ্বযুদ্ধ ১৯১৪ থেকে ১৯১৮ সাল পর্যন্ত স্থায়ী ছিল। এটি ছিল ইতিহাসের সবচেয়ে ভয়াবহ সংঘাতের একটি এবং এর ফলে পরবর্তী সময়ে এর সঙ্গে যুক্ত দেশগুলোর রাজনীতিতে বিরাট পরিবর্তন হয়। ১৯১৪ সালের ২৮ জুন বসনিয়ার রাজধানী সারায়েভো শহরে অস্ট্রিয়ার যুবরাজ এক সার্বিয়াবাসীর গুলিতে নিহত হন। অস্ট্রিয়া এ হত্যাকাণ্ডের জন্য সার্বিয়াকে দায়ী করে এবং ওই বছরের ২৮ জুন সার্বিয়ার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে। এ যুদ্ধে দুদেশের বন্ধু রাষ্ট্রগুলো ধীরে ধীরে জড়িয়ে পড়ে। এতে যোগ দিয়েছিল সে সময়ের অর্থনৈতিকভাবে শক্তিশালী সব দেশ। এভাবে প্রথম বিশ্বযুদ্ধের সূচনা হয়। তবে উনিশ শতকে শিল্প বিপ্লবের কারণে সহজে কাঁচামাল সংগ্রহ এবং তৈরি পণ্য বিক্রির জন্য উপনিবেশ স্থাপনে প্রতিযোগিতা এবং আগের দ্বন্দ্ব-সংঘাত ইত্যাদিও প্রথম বিশ্বযুদ্ধের অন্যতম কারণ।

— উইকিপিডিয়া অবলম্বনে

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads