• বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪২৮
প্রবাদ-প্রবচন

আগে আপন সামাল কর, পরে গিয়ে পরকে ধর

সংরক্ষিত ছবি

মতামত

প্রবাদ-প্রবচন

  • প্রকাশিত ০১ আগস্ট ২০১৮

আপন হাত জগন্নাথ, পরের হাত এঁটো পাত 

ব্যাখ্যা : শুধু নিজের জিনিসকে ভালো জ্ঞান করা এবং অন্যের জিনিসকে ঘৃণা করার প্রবণতার জন্য বলা হয় এই প্রবাদ। 

 

আড়াই কড়ার কাসুন্দি, হাজার কাকের গোল 

ব্যাখ্যা : এক জায়গায় সামান্য একটু কাসুন্দি আছে, তা খাওয়ার জন্য অনেক কাক ভিড় জমিয়েছে। কোথাও যদি জোগানের তুলনায় দাবিদারের সংখ্যা বেশি হয়, তা বোঝাতে বলা হয়েছে। 

 

আপন পাঁজি পরকে দিয়ে, দৈবজ্ঞ বেড়ায় পথে পথে 

ব্যাখ্যা : জ্যোতিষীর গণনার জন্য পঞ্জিকার প্রয়োজন হয়। এক জ্যোতিষী নিজের পঞ্জিকা অন্যকে দিয়ে এখন গণনা করতে পারছে না, তাই পথে পথে ঘুরে বেড়াচ্ছে। 

 

আগে না বুঝিলে বাছা যৌবনের ভরে, পশ্চাতে কাঁদিতে হবে নয়নের ঝোরে 

ব্যাখ্যা : সময় থাকতে সাবধান হওয়ার পরামর্শ। কেননা ভুল পথে বেশি দূর চলে গেলে, পরে আফসোস করেও কোনো লাভ হয় না। 

 

আগে আপন সামাল কর, পরে গিয়ে পরকে ধর 

ব্যাখ্যা : কোনো কিছু ঘটলে আমরা তার দায়ভার অন্যের ওপর চাপাতে চাই। কিন্তু নিজেদের দোষও যে ছিল তা মানতে রাজি নই। ফলে নিজের ভুলের জন্য এর পুনরাবৃত্তি ঘটতে পারে। তাই নিজের দোষ খুঁজে বের করার উপদেশ দেওয়া হয়েছে। 

 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads