• মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪২৯
এই দিনে

জর্জ হ্যারিসন

ছবি : ইন্টারনেট

মতামত

এই দিনে

  • প্রকাশিত ০১ আগস্ট ২০১৮

১৬৭২ : ব্রিটিশ বিচার ব্যবস্থা চালু হয়।

১৬৯৮ : ইংরেজ কুঠিয়াল জব চার্নক কলকাতা নগরীর পত্তন করেন।

১৭৭৩ : ব্রিটিশ সংসদ উপমহাদেশে শাসন সংস্কারের উদ্দেশ্যে ‘রেগুলেটিং অ্যাক্ট’ আইন বিধিবদ্ধ করে।

১৭৭৪ : ইস্ট ইন্ডিয়া কোম্পানি অধিকৃত ভারতবর্ষের রাজধানী হয় কলকাতা।

১৭৭৪ : স্যার জোসেফ প্রিস্টলির অক্সিজেন আবিষ্কার।

১৮৩৪ : ব্রিটিশ উপনিবেশগুলোতে দাসপ্রথা বাতিল।

১৮৯৪ : কোরিয়াকে কেন্দ্র করে প্রথম চীন-জাপান যুদ্ধ শুরু।

১৯৬৪ : বেলজিয়ান কঙ্গোর নাম পরিবর্তন হয়ে রিপাবলিক অব কঙ্গো রাখা হয়।

১৯৭১ : বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধের সপক্ষে নিউইয়র্কে জর্জ হ্যারিসন, রবিশঙ্কর ও আলী আকবর খাঁর ‘দ্য কনসার্ট ফর বাংলাদেশ’ অনুষ্ঠিত হয়।

 

কলকাতা

সুতানুটি, ডিহি কলকাতা ও গোবিন্দপুর নামে তিনটি গ্রাম নিয়ে মূল কলকাতা শহরটি গড়ে ওঠে। ১৭শ’ শতাব্দীর শেষভাগ পর্যন্ত এই গ্রামগুলোর শাসনকর্তা ছিলেন মুঘল সম্রাটের অধীনস্থ বাংলার নবাবরা। ১৬৯০ সালে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি নবাবের কাছ থেকে বাংলায় বাণিজ্য সনদ লাভ করে। কোম্পানির শাসনকালে এবং ব্রিটিশ রাজশক্তির প্রত্যক্ষ শাসনকালের প্রথমার্ধে কলকাতা ছিল ভারতের ব্রিটিশ-অধিকৃত অঞ্চলগুলোর রাজধানী। ১৯১১ সালে ভারতের মতো একটি বৃহৎ রাষ্ট্র শাসনে ভৌগোলিক অসুবিধার কথা চিন্তা করে এবং বেঙ্গল প্রেসিডেন্সিতে ক্রমবর্ধমান জাতীয়তাবাদী কার্যকলাপের পরিপ্রেক্ষিতে ভারতের রাজধানী স্থানান্তরিত হয় নতুন দিল্লিতে। ব্রিটিশ আমলে কলকাতা ছিল আধুনিক ভারতীয় শিক্ষাব্যবস্থা, বিজ্ঞানচর্চা এবং সাংস্কৃতিক ও রাজনৈতিক আন্দোলনের প্রধান কেন্দ্র। কিন্তু ’৪৭-এ দেশভাগের পর কলকাতা পশ্চিমবঙ্গের রাজ্য রাজনীতির প্রাণকেন্দ্র হয়ে দাঁড়ায়।

— উইকিপিডিয়া অবলম্বনে

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads