• বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪২৯
সুস্থ-স্বাভাবিক বৃদ্ধিতে মানসিক বাধা কাম্য নয়

সত্য আর সুন্দরের চর্চাই সংস্কৃতি

সংগৃহীত ছবি

মতামত

জীবন যেমন

সুস্থ-স্বাভাবিক বৃদ্ধিতে মানসিক বাধা কাম্য নয়

  • প্রকাশিত ১৮ অক্টোবর ২০১৮

জাহিদুর রহমান

দোলনা থেকে কবর পর্যন্ত শিক্ষার কোনো সীমা-পরিসীমা নেই। তবু একজন মানুষের সুনাগরিক হিসেবে বেড়ে ওঠার পেছনে শিশুকাল সময়টি খুবই গুরুত্বপূর্ণ। আমাদের দেশের প্রেক্ষাপটে ০-১৮ বছর পর্যন্ত শিশু হিসেবে গণ্য করা হয়। এ সময়টিতে একটি শিশু ভালো-মন্দ, ইতিবাচক-নেতিবাচক সব ধরনের দীক্ষা গ্রহণ করে সমাজ ও রাষ্ট্র থেকে। নিরাপদ সমাজ গঠনে রাষ্ট্রের অবকাঠামো হিসেবে তাই শিশুর সুস্থ ও স্বাভাবিক বৃদ্ধি আমাদের কাম্য।

আমরা জানি, সত্য আর সুন্দরের চর্চাই সংস্কৃতি। কিন্তু আমাদের দেশে কি সুন্দরের চর্চা হচ্ছে? প্রায় সময়ই বাজারের গুরুত্বপূর্ণ স্থানে সিনেমার বড় বড় রঙিন ছবি সংবলিত বিজ্ঞাপন পোস্টার সাঁটানো থাকে। সে পোস্টারগুলো কি আমাদের শিশুদের ভালো কিছু শেখাচ্ছে? যে কোনো বিবেকবান মানুষ বলবেন, নিঃসন্দেহে ভালো কিছু শেখায় না। কুরুচিসম্পন্ন বিজ্ঞাপনগুলো শিশুমনে এক অশ্লীল কৌতূহলের  বীজ বপন করে চলেছে, যা সমাজের নানা পরিস্থিতিতে বেড়ে উঠে শিশুমনে জঘন্য মানসিকতা সৃষ্টি করতে বাধ্য। এই পরিপ্রেক্ষিতে সমাজপতিদের কাছে আমার আকুল আবেদন, দয়া করে এসব কুরুচিপূর্ণ বিজ্ঞাপন বন্ধে অগ্রণী ভূমিকা গ্রহণ করুন।

লেখক : নিবন্ধকার

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads