• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪২৯
পদ্মা সেতুর ৫৫ শতাংশ কাজ শেষ হয়েছে : সেতুমন্ত্রী

পদ্মা সেতুর চারটি স্প্যান বসানোর কাজ শেষ হয়েছে

ছবি সংরক্ষিত

সংসদ

পদ্মা সেতুর ৫৫ শতাংশ কাজ শেষ হয়েছে : সেতুমন্ত্রী

  • বাসস
  • প্রকাশিত ২৫ জুন ২০১৮

পদ্মা সেতু প্রকল্পের ৫৫ শতাংশ ভৌত কাঠামোর কাজ শেষ হয়েছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের  ।

আজ সোমবার সংসদে সরকারি দলের বেগম উম্মে রাজিয়া কাজলের এক প্রশ্নের জবাবে তিনি একথা জানান।

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, সরকার অগ্রাধিকার দিয়ে জনগুরুত্বপূর্ণ মেগা প্রকল্প পদ্মা সেতু ও ঢাকা সিটিতে মেট্রোরেল এ দুইটি প্রকল্প রয়েছে। এর মধ্যে মধ্যে সেতু বিভাগের আওতায় পদ্মা সেতু প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে।

তিনি বলেন, রাজধানীর যানজট নিরসনে ও বৃহত্তর ঢাকার পরিবহন ব্যবস্থাকে সুষ্ঠু, পরিকল্পিত, সমন্বিত ও আধুনিকায়ন করার লক্ষ্যে সরকার মেট্রোরেল নির্মাণ প্রকল্প বাস্তবায়ন করছে। অগ্রাধিকারপ্রাপ্ত গুরুত্বপূর্ণ এ মেগা প্রকল্পটি ৫টি রুটের মাধ্যমে নগরবাসীকে সেবা প্রদান করবে।

ওবায়দুল কাদের বলেন, এর মধ্যে এমআরটি লাইন ৬-এর কাজ ৮টি প্যাকেজের আওতায় বর্তমানে চলমান রয়েছে। এছাড়া ২টি রুট এমআরটি লাইন-১ এবং এমআরটি লাইন-৫ নির্মাণের লক্ষ্যে সম্ভাব্য সমীক্ষার কাজ চলমান রয়েছে। এমআরটি লাইন-৬ রুটের কাজ মোট ৬টি প্যাকেজের মাধ্যমে বাস্তবায়িত হচ্ছে।

 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads