• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪২৯
দশম সংসদের শেষ অধিবেশন আজ শুরু

জাতীয় সংসদ

সংরক্ষিত ছবি

সংসদ

দশম সংসদের শেষ অধিবেশন আজ শুরু

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত ২১ অক্টোবর ২০১৮

দশম জাতীয় সংসদের ২৩তম ও শেষ অধিবেশন শুরু হচ্ছে আজ। স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে বিকাল সাড়ে ৪টায় সংসদের বৈঠক শুরু হবে। দশম সংসদের সর্বশেষ এ অধিবেশন চার থেকে পাঁচ দিন চলতে পারে। ছয়টি বিল উত্থাপন ও একটি বিল পাস হওয়ার কথা রয়েছে এ অধিবেশনে। সংসদ অধিবেশন শুরুর আগে সংসদের কার্য-উপদেষ্টার বৈঠকে অধিবেশনের মেয়াদ নির্ধারিত হবে।

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ গত ৪ অক্টোবর সাংবিধানিক ক্ষমতাবলে সংসদের এ অধিবেশন আহ্বান করেন। চলতি দশম জাতীয় সংসদের ২২তম অধিবেশন গত ৯ সেপ্টেম্বর শুরু হয়ে ২০ সেপ্টেম্বর শেষ হয়।

এদিকে চলতি মাসের ৩১ অক্টোবর থেকে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ক্ষণগণনা শুরু হবে। সংবিধানে জাতীয় সংসদের একটি অধিবেশন শেষ হওয়ার ৬০ দিনের মধ্যে পরবর্তী অধিবেশন ডাকার বাধ্যবাধকতা আছে। কিন্তু নির্বাচনের আগের ৯০ দিনের ক্ষেত্রে এ বাধ্যবাধকতা নেই।

সংসদ সচিবালয় সূত্র জানিয়েছে, অধিবেশনের শুরুর দিনে সভাপতিমণ্ডলীর সদস্য মনোনয়ন, শোকপ্রস্তাব গ্রহণ, প্রশ্নোত্তর, ৭১ বিধির নোটিশ নিষ্পত্তি, কমিটির রিপোর্ট উত্থাপন ও আইন প্রণয়ন কার্যক্রম অনুষ্ঠিত হবে।

অধিবেশন শুরুর দিনে স্থানীয় সরকার মন্ত্রণালয়, যুব ও ক্রীড়া, প্রধানমন্ত্রীর কার্যালয়, রাষ্ট্রপতির কার্যালয় ও নির্বাচন কমিশন সচিবালয়ের প্রশ্নোত্তর অনুষ্ঠিত হবে। এ ছাড়া এদিন ছয়টি বিল উত্থাপন ও একটি পাস হওয়ার কথা রয়েছে। এগুলো হচ্ছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডাস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন বিল, বাংলাদেশ শিশু একাডেমি বিল, বাংলাদেশ শ্রম (সংশোধন) বিল, মৎস্য সঙ্গনিরোধ বিল, বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট বিল ও সরকারি চাকরি বিল। আর পাস হওয়ার কথা রয়েছে বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউট বিল।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads