• শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪২৮
গ্রামীণফোন অন্যায়ভাবে ব্যবসা করছে

বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমদ

ছবি : সংরক্ষিত

সংসদ

গ্রামীণফোন অন্যায়ভাবে ব্যবসা করছে

কল ড্রপ ইস্যুতে সংসদে বাণিজ্যমন্ত্রী

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত ২২ অক্টোবর ২০১৮

দেশের সবচেয়ে বড় মোবাইল ফোন অপারেটর গ্রামীণফোনের কল ড্রপ নিয়ে জাতীয় সংসদে ক্ষোভ প্রকাশ করেছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমদ। গতকাল রোববারের সংসদ অধিবেশনে অনির্ধারিত এক আলোচনাকালে তিনি এই প্রসঙ্গ টেনে প্রতিষ্ঠানটি অন্যায়ভাবে ব্যবসা করছে বলেও উল্লেখ করেন।

বাণিজ্যমন্ত্রী বলেন, ইদানীং লক্ষ করলে দেখা যাবে আমরা যারা গ্রামীণফোন ব্যবহার করি, প্রত্যেকটি কলেই কল ড্রপ হয়। একেকটি কলে ৩, ৪, ৫ বার ড্রপ হয়। এজন্য বারবার কল করতে হয়। বিদেশে একটা কল করছি, হঠাৎ কলটা ড্রপ করল। আমাদের রোমিং টেলিফোন আছে, দেশের বাইরে যাই; সেখানে একটা কল ড্রপ করলে আবার কল করতে হয়। তিনি বলেন, রবি আছে, অন্যান্য ফোন আছে, গ্রামীণফোনের মতো এরকম অন্যায়ভাবে ব্যবসা করে লাভ করা কিন্তু সঠিক হয় না। এটা বাস্তবসম্মত নয়।

বিষয়টি গ্রামীণফোনকে জানিয়ে সমস্যা সমাধান না হওয়ায় টেলিযোগাযোগমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে তিনি বলেন, এই ব্যাপারটায় একটা পদক্ষেপ গ্রহণ করতে হবে। এটা হতে পারে না।

মন্ত্রী বলেন, আমাদের বর্তমান প্রধানমন্ত্রী এই গ্রামীণ মোবাইল ফোনের অনুমতি দিয়েছিলেন। ড. ইউনূসকে এই গ্রামীণ টেলিফোন দেওয়া হয়েছিল। এর লাভের একটি অংশ গ্রামীণ ব্যাংকের সঙ্গে জড়িত সাধারণ মানুষের পাওয়ার কথা ছিল, কিন্তু তারা পাচ্ছে কি না, জানি না।

প্রসঙ্গত, গতকাল রোববার বিকালে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে শুরু হয়েছে দশম জাতীয় সংসদের ২৩তম অধিবেশন। আগামী ২৫ অক্টোবর পর্যন্ত চলবে সেটি। 

 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads