• বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪২৯
সংসদে ড. কামালের কঠোর সমালোচনা

জাতীয় সংসদ

ছবি : সংগৃহীত

সংসদ

প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জ্ঞাপন

সংসদে ড. কামালের কঠোর সমালোচনা

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত ২৪ অক্টোবর ২০১৮

রোহিঙ্গা ইস্যুতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার মানবিক ও উদারনৈতিক দৃষ্টিভঙ্গি, বলিষ্ঠ নেতৃত্ব, দর্শন-চিন্তা দেশে-বিদেশে ব্যাপকভাবে প্রশংসিত ও সমাদৃত হওয়ায় তিনি আন্তর্জাতিক পুরস্কার ইন্টার প্রেস সার্ভিস নিউজ এজেন্সির দেওয়া ‘হিউম্যানিটারিয়ান অ্যাওয়ার্ড’ এবং গ্লোবাল হোপ কোয়ালিশনের দেওয়া ‘স্পেশাল ডিসটিংশান অ্যাওয়ার্ড ফর লিডারশিপ’ পুরস্কারে ভূষিত হওয়ায় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জ্ঞাপন করেছে জাতীয় সংসদ। গতকাল মঙ্গলবার রাতে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে কার্যপ্রণালি বিধির ১৪৭ (১) বিধি অনুযায়ী আনীত প্রস্তাবের (সাধারণ) নোটিশের ওপর আলোচনা শেষে ধন্যবাদ প্রস্তাবটি গৃহীত হয়। সংসদের হুইপ শহীদুজ্জামান সরকার প্রস্তাবটি উত্থাপন করলে তার সমর্থনে প্রায় ৩৪ এমপি-মন্ত্রী প্রধানমন্ত্রীকে ধন্যবাদ ও প্রশংসা করে বক্তব্য প্রদান করেন। এ সময় কয়েকজন এমপি-বিএনপিসহ স্বাধীনতাবিরোধীদের সঙ্গে ড. কামাল হোসেনের নীতিহীন জোট করায় নিন্দাও জানান।

আলোচনায় অংশ নিয়ে সাবেক পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি বলেন, ড. কামাল হোসেন খুনিদের সঙ্গে জোট করেছেন। যারা বঙ্গবন্ধুকে খুন করেছে, যারা ২১ আগস্ট গ্রেনেড হামলা করেছে, যারা অবৈধভাবে ক্ষমতা দখলের পাঁয়তারা করছে তাদের সঙ্গে তিনি জোট করলেন। জোটের তীব্র সমালোচনা করে দীপু মনি বলেন, তারা কোন রবার্টের অপেক্ষায় আছেন, যারা তাদেরকে অবৈধপথে ক্ষমতায় নিয়ে যাবে?

এমপি বাহাউদ্দীন নাছিমও বিএনপি ও স্বাধীনতাবিরোধীদের সঙ্গে ড. কামাল হোসেনের জোটকে এক অশুভ ইঙ্গিত বলে অভিহিত করেন।

রেলমন্ত্রী মুজিবুল হক প্রধানমন্ত্রীর বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডের ভূয়সী প্রশংসা করে বলেন, বর্তমান সরকার ক্ষমতায় আসার আগে ২৮ বছর দেশ অবহেলিত ছিল। দেশের কোনো উন্নয়ন ঘটেনি। যদি এই ২৮ বছর শেখ হাসিনা দেশ পরিচালনার সুযোগ পেতেন তাহলে দেশ আজ উন্নত রাষ্ট্রে পরিণত হতো। আজ পর্যন্ত প্রধানমন্ত্রী ২৯টি পুরস্কারে ভূষিত হয়েছেন, যা অনন্য।

জাসদের মঈন উদ্দীন খান বাদল বলেন, বর্তমানে সারা পৃথিবী রক্তাক্ত। সৌদি আরব, ইসরাইলসহ সব দেশে অস্থিরতা। কিন্তু শেখ হাসিনা এ অঞ্চলকে শান্ত রাখতে সমর্থ হয়েছেন। এ নাফ নদী বারবার রক্তাক্ত হয়েছে। তিনি বলেন, আমাদের নিজেদের কত সমস্যা, তারপরও রোহিঙ্গাদের আশ্রয় দিয়ে শেখ হাসিনা ভারতীয় সংস্কৃতিতে নারীকে যে মহীয়সী বলা হয় তা তিনি পরিপূর্ণ নারী হিসেবে অভিহিত হয়েছেন।

এ প্রস্তাবের ওপর অন্যদের মধ্যে বক্তব্য রাখেন পররাষ্ট্রমন্ত্রী এএইচ মাহমুদ আলী, জয়া সেনগুপ্ত, মীর মোস্তাক আহমেদ রবি, সমাজকল্যাণ প্রতিমন্ত্রী নূরুজ্জামান আহমেদ, মনিরুজ্জামান ইসলাম, বিরোধী দলের এমপি ফখরুল ইমাম, সাবিনা আক্তার তুহিন প্রমুখ।

 

 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads