• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪২৯
প্রধানমন্ত্রীর সঙ্গে পৃথিবীর দীর্ঘকায় ব্যক্তির সাক্ষাৎ

সংসদে বিশ্বের সবচেয়ে লম্বা মানুষের সঙ্গে ছবি তুলতে মন্ত্রী-এমপিদের ভিড়

ছবি : সংগৃহীত

সংসদ

প্রধানমন্ত্রীর সঙ্গে পৃথিবীর দীর্ঘকায় ব্যক্তির সাক্ষাৎ

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত ২৫ অক্টোবর ২০১৮

পৃথিবীর দীর্ঘকায় ব্যক্তি কক্সবাজারের রামুর জিন্নাত আলী জাতীয় সংসদে এসেছিলেন প্রধানমন্ত্রীর সাক্ষাৎ পেতে। গতকাল বুধবার কক্সবাজারের এমপি সাইমুম সরোয়ার কমলের সহায়তায় প্রধানমন্ত্রীর সঙ্গে তার দেখা হয়। প্রধানমন্ত্রী জিন্নাত আলীর চিকিৎসার জন্য ৫ লাখ টাকা দেন।

জিন্নাত আলী সংসদ ভবনে আসার পর তাকে দেখতে ভিড় জমান সংসদের কর্মচারী-কর্মকর্তারা। ভিড় জমান এমপি-মন্ত্রীরাও। অনেকে তুলে রাখেন সেলফি। পৃথিবীর দীর্ঘকায় মানুষটিকে দেখতে সংসদের প্রধান হুইপ আ স ম ফিরোজ, তথ্য ও যোগাযোগ প্রতিমন্ত্রীসহ একাধিক মন্ত্রী-এমপি ভিড় জমান। এ সময় জিন্নাত আলী বলেন, অনেক সাংবাদিক আমাকে নিয়ে নিউজ করে উপকৃত হয়েছেন। কিন্তু আমার কিছুই হয়নি! তাই বিনা পয়সায় আর ছবি তুলতে চাই না।

এমপি সাইমুম সরোয়ার কমল বলেন, জিন্নাত আলী নানা রোগে ভুগছেন। চিকিৎসার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে ৫ লাখ টাকা দিয়েছেন। এছাড়া প্রধানমন্ত্রী তার জন্য সব ধরনের ব্যবস্থা নেবেন বলে জানিয়েছেন। জিন্নাত আলীর উপযোগী করে একটি বাড়ি তৈরি করারও আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী।

উল্লেখ্য, গিনেস বুকের রেকর্ড অনুযায়ী বর্তমান বিশ্বে সবচেয়ে দীর্ঘ ব্যক্তি হলেন মিশরের সুলতান কসেন। তার উচ্চতা ৮ ফুট ৩ ইঞ্চি। আর ২২ বছর বয়সী জিন্নাত আলীর উচ্চতা ৮ ফুট ৫ ইঞ্চি। ১২ বছর বয়সের পর থেকেই অস্বাভাবিকভাবে বাড়তে থাকেন তিনি। ফলে স্বাভাবিক কাজকর্ম করতে পারেন না তিনি। চড়তে পারেন না স্বাভাবিক কোনো যানবাহনেও। পথ চলতে মানুষ অবাক হয়ে তাকিয়ে থাকে তার দিকে। হরমোনের কারণে তার এই অস্বাভাবিক বৃদ্ধি। তবে তার সবচেয়ে বড় সমস্যা শারীরিক দুর্বলতা। দুই হাঁটুতেই ব্যথা। শারীরিক গড়নের কারণে সারাক্ষণই লেগে থাকে ক্ষুধা।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads