• মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪২৯

ড. কামাল হোসেন

ছবিঃ সংগৃহীত

সংসদ

বিএনপি শপথ না নেওয়ার সিদ্ধান্ত নিলেও গণফোরাম থেকে বিজয়ী দু’জন এমপি হিসেবে শপথ নিচ্ছেন বলে ইঙ্গিত দিয়েছেন জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা কামাল হোসেন।

এ বিষয়ে ঐক্যফ্রন্টের মুলদল বিএনপির কোন প্রতিক্রিয়া পাওয়া যায়নি এখনো।

  • মো. আসিফ উল আলম সোহান
  • প্রকাশিত ০৫ জানুয়ারি ২০১৯

 

শনিবার গণফোরামের এক বৈঠকের পর রাজধানীর তোপখানার শিশুকল্যাণ পরিষদের মিলনায়তনে সংবাদ সম্মেলনে তিনি এ ইঙ্গিত দেন।

এ সময় সাংবাদিকদের প্রশ্নে ড. কামাল জানান, তারা বিষয়টি ‘ইতিবাচক’ দৃষ্টিতে দেখছেন এবং ‘ইতিবাচক’ সিদ্ধান্ত নেবেন

বিএনপি যেহেতু শপথ না নেয়ার সিদ্ধান্ত নিয়েছে এবং তাদের প্রতীকে ভোট করে গণফোরাম সদস্য শপথ নিলে তা দুই দলের মধ্যে অনৈক্য সৃষ্টি করবে কি না- এমন প্রশ্নের জবাবে ড. কামাল বলেন, আমার মনে হয় না।

গণফোরাম থেকে জাতীয় ঐক্যফ্রন্টের প্রার্থী হিসেবে ধানের শীষ প্রতীক নিয়ে মৌলভীবাজার-২ আসনে জয়ী হয়েছেন সাবেক আওয়ামী লীগ নেতা ও ডাকসু ভিপি সুলতান মোহাম্মদ মনসুর।

সিলেট-২ আসনে ঐক্যফ্রন্ট প্রার্থী হিসেবে জয়ী গণফোরামের মুকাব্বির খান দলীয় প্রতীক উদীয়মান সূর্য নিয়ে ভোট করেন।

ড. কামাল হোসেন বলেন, তাঁদের দুই প্রার্থী নিজেদের অর্জনকে ধরে রেখে অর্থপূর্ণ ভূমিকা রাখতে পারবে বলে গণফোরাম মনে করে।

 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads