• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪২৯
২১ ব্যাংকে ঋণের সুদ হার এক অংকে নামিয়ে আনা হয়েছে : অর্থমন্ত্রী

অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল

সংগৃহীত ছবি

সংসদ

২১ ব্যাংকে ঋণের সুদ হার এক অংকে নামিয়ে আনা হয়েছে : অর্থমন্ত্রী

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ১৭ ফেব্রুয়ারি ২০১৯

দেশের ২১টি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের ঋণের সুদ হার এক অংকে নামিয়ে আনা হয়েছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

আজ রোববার সংসদে বিরোধীদলীয় চিফ হুইপ মশিউর রহমান রাঙ্গার ৭১ বিধির মনোযোগ আকর্ষণী নোটিশের জবাবে তিনি একথা জানান।

অর্থমন্ত্রী বলেন, ‘বাকি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের সাথে আলোচনা চলছে। আশা করি অচিরেই এসব প্রতিষ্ঠান সুদের হার এক অংকে নামিয়ে আনবে।’

তিনি বলেন, দেশে ব্যবসা-বাণিজ্য ও শিল্প বিকাশে অনুকূল পরিবেশ নিশ্চিত করতে বর্তমান সরকার বদ্ধপরিকর। এ লক্ষ্যে সরকার ব্যাংক ঋণের সুদহার সহনীয় পর্যায়ে নামিয়ে আনছে। সাথে সাথে ব্যবসা শিল্পবান্ধব পরিবেশ নিশ্চিত করতে অন্যসব পদক্ষেপও নেয়া হচ্ছে।

তিনি বলেন, সরকার ঋণ খেলাপী সংস্কৃতি থেকে জাতিকে বের করে আনতে সর্বাত্মক পদক্ষেপ নিচ্ছে। সরকারের নীতি হচ্ছে ক্লাসিফাইড ঋণ আর বাড়তে দেওয়া হবে না।

 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads