• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪২৯
প্রতিহিংসার রাজনীতি করলে বিএনপির অস্তিত্ব থাকতো না

প্রধানমন্ত্রী শেখ হাসিনা

সংরক্ষিত ছবি

সংসদ

সংসদে প্রধানমন্ত্রী

প্রতিহিংসার রাজনীতি করলে বিএনপির অস্তিত্ব থাকতো না

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ১১ সেপ্টেম্বর ২০১৯

প্রধানমন্ত্রী ও সংসদ নেতা শেখ হাসিনা বলেছেন, আওয়ামী লীগ মানুষ হত্যার রাজনীতি করে না, প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাসীও নয়। আওয়ামী লীগ যদি প্রতিহিংসার রাজনীতি করতো তাহলে এদেশে বিএনপির অস্তিত্ব থাকতো না।

আজ বুধবার সংসদে বিরোধী দল জাতীয় পার্টির সংসদ সদস্য মুজিবুল হকের তারকাচিহ্নিত প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।

তিনি বলেন, আমরা আশাবাদী যে দুদেশের মধ্যে অমীমাংসিত সমস্যাগুলো শিগগিরই সমাধান করা হবে। আমার ভারত সফরের আগে আমরা পূর্বোক্ত বিষয়গুলিতে ইতিবাচক ফল পাব বলে আশা করছি।

তিনি আরো বলেন, ভারত সফরের আগে তিস্তার পানি বণ্টনসহ বিভিন্ন অমীমাংসিত ইস্যুতে ইতিবাচক সাড়া পাবেন বলে আশা প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রধানমন্ত্রী বলেন, বিশ্ব অর্থনৈতিক ফোরামের ভারতীয় চ্যাপ্টার আয়োজিত ইন্ডিয়া ইকোনমিক ফোরামে যোগ দিতে ৩-৬ অক্টোবর প্রধানমন্ত্রীর ভারত সফর করার কথা রয়েছে। ৩-৪ অক্টোবর এ সম্মেলন অনুষ্ঠিত হবে।

৫ অক্টোবর শেখ হাসিনা এবং ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে বসার কথা রয়েছে।

প্রধানমন্ত্রী আরো বলেন, ভারত সফরকালে তিস্তাসহ সাধারণ নদ-নদীর পানি ভাগাভাগির বিষয়টি নিয়েও নরেন্দ্র মোদির সঙ্গে আলোচনা হবে। তিনি বলেন, ভারতের সঙ্গে বাংলাদেশের খুবই সুসম্পর্ক রয়েছে। দুদেশের পারস্পরিক সহযোগিতা ও উন্নয়নের নতুন ক্ষেত্রে নতুন দ্বার উন্মুক্ত হয়েছে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads