• শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪২৮

ছবি : সংগৃহীত

পূরাকীর্তি

বিক্রমপুর বিহার আবিষ্কারের কথা

  • ফিচার ডেস্ক
  • প্রকাশিত ১২ এপ্রিল ২০১৮

মাটির নিচে চাপা পড়ে ছিল হাজার বছরের পুরনো বৌদ্ধ বিহার। শত শত বছর ধরে তার কোনো হদিসই জানত না কেউ। তার ওপর বাড়িঘর নির্মিত হয়েছে, ফসল ফলেছে। কেউ কোনোদিন কল্পনাও করেনি তাদের পায়ের তলায় চাপা পড়ে আছে হাজার বছরের ইতিহাস, প্রাচীন এক সভ্যতা!

দীর্ঘ প্রত্নতাত্ত্বিক অনুসন্ধানের পর এমনই এক পুরনো সভ্যতার নিদর্শন পাওয়া গেছে বৌদ্ধ ধর্ম প্রচারক ও পণ্ডিত অতীশ দ্বীপঙ্করের জন্মস্থানে। হাজার বছর আগের এই নিদর্শনটি বিক্রমপুর বিহার নামেই পরিচিত ছিল বলে ধারণা প্রত্নতাত্ত্বিকদের।

অগ্রসর বিক্রমপুর ফাউন্ডেশনের অধীনে ২০১০ সালের ফেব্রুয়ারি মাসে শুরু হয় আনুষ্ঠানিক প্রত্নতাত্ত্বিক খনন। ২০১৩ সালের ২৩ মার্চ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রত্নতত্ত্ব বিভাগ যৌথভাবে বিক্রমপুর বিহার আবিষ্কারের ঘোষণা দেয়। পরে বাংলাদেশ সরকারের সংস্কৃতি মন্ত্রণালয়ের আর্থিক সহযোগিতায় খননকাজ শুরু হয়।

অধ্যাপক ড. সুফি মোস্তাফিজুর রহমানের তত্ত্বাবধানে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রত্নতত্ত্ব বিভাগের শিক্ষক-শিক্ষার্থী ও অন্য বিশেষজ্ঞরা অংশ নেন প্রত্নতাত্ত্বিক গবেষণায়। প্রথম বছরে রামপাল ও বজ্রযোগিনী ইউনিয়নের তিনটি গ্রামের নয়টি স্থানে পরীক্ষামূলক খনন হয়। প্রতিটি স্থানে প্রাচীন বসতির চিহ্ন পাওয়া গেলেও সীমিত আকারের খননে বসতির প্রকৃতি বোঝা যাচ্ছিল না। নয় নম্বর স্থানটিতে প্রাচীন বজ্রযোগিনীর রঘুরামপুরে ইট-নির্মিত দেয়ালাংশ আবিষ্কৃত হয়। ২০১০-২০১১ তে আবার খননকাজ শুরু হয় রঘুরামপুরে। তবে প্রয়োজনীয় যন্ত্রপাতির অভাবে থেকে যায় খননকাজ। পরে ২০১২ সালে আবার শুরু হয় খননকাজ। পূর্ব আবিষ্কৃত ইট-নির্মিত স্থাপত্যাংশের আরো প্রায় ১০০ মিটার উত্তরে গর্ত পরিষ্কার করতে গেলে বেরিয়ে আসে ক্ষতিগ্রস্ত ইটের দুটি দেয়াল।

ধারণা করা হচ্ছে, সদ্য আবিষ্কৃত বৌদ্ধ বিহারের সঙ্গে অতীশ দীপঙ্করের একটি গভীর সমপর্ক ছিল। বৌদ্ধ ধর্ম অবক্ষয় রোধে রাজা চং ছপের বিশেষ আমন্ত্রণে অতীশ তিব্বতে গমন করেন। সেখানে ১৬ বছর অবস্থানকালে ১৭৫টি মৌলিক গ্রন্থ রচনা করেন। বিক্রমপুরের বজ্রযোগিনী গ্রামের সন্তান ছিলেন অতীশ দীপঙ্কর।

কথিত আছে, অতীশ দীপঙ্করের সময় বিক্রমপুরের বৌদ্ধ শিক্ষাকেন্দ্রে নেপাল, তিব্বত, চীন, থাইল্যান্ড ও অন্যান্য দেশ থেকে প্রায় ৮ হাজার শিক্ষার্থী ও ১০০ জন শিক্ষক এসেছিলেন। বলা হয়, অতীশ দীপঙ্কর ছিলেন ওই শিক্ষাকেন্দ্রের অধ্যক্ষ। পণ্ডিত দ্বীপঙ্কর বিশ্বখ্যাত নালন্দা বৌদ্ধ বিহারে অধ্যয়ন করেন। পরে তাকে বিক্রমপুর বিহারের অধ্যক্ষ নিয়োগ করা হয়। এর আগে তিনি কিছুদিন পাহাড়পুর বিহারের অধ্যক্ষ ছিলেন।

বিভিন্ন সূত্রে জানা যায়, মগধের পূর্বে বাংলায় বিক্রমপুর নামে একটি বৌদ্ধ বিহার ছিল। পূর্ব ভারতবর্ষের বিখ্যাত শিক্ষাকেন্দ্র বিক্রমপুর বিহারটি প্রতিষ্ঠা করেন সম্ভবত পাল সম্রাট ধর্মপাল। কারো কারো মতে, বিক্রমপুর বিহার বিকাশে চন্দ্র রাজাদেরও অবদান ছিল।

পাল সম্রাট ধর্মপাল প্রায় ৩০টি বৌদ্ধ শিক্ষাকেন্দ্র প্রতিষ্ঠা করেন। সোমপুর বিহার, বিক্রমপুর বিহার ও নালন্দা বিহার তার মধ্যে অন্যতম। চৈনিক পর্যটক হিউয়েন সাঙের বইতেও এই রকম উল্লেখ পাওয়া যায়।

হাজার বছরের সভ্যতার নিদর্শন আবিষ্কারের মধ্য দিয়ে প্রমাণিত হয়, ইউরোপ-আমেরিকার চেয়ে বহু বছর আগে সভ্যতার বাতাস লেগেছিল এদেশে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads