• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪২৯
হজ ফ্লাইট শুরু

প্রথম দিনে বিমান ও সাউদিয়ার ১০ ফ্লাইট ঢাকা ছাড়ে

সংগৃহীত ছবি

ধর্ম

প্রথম দিনে বিমান ও সাউদিয়ার ১০ ফ্লাইট ঢাকা ছাড়ে

হজ ফ্লাইট শুরু

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত ১৫ জুলাই ২০১৮

৪১৯ জন যাত্রী নিয়ে সৌদি আরব অভিমুখে বিমানের প্রথম ফ্লাইটের উড়ালের মধ্য দিয়ে শুরু হয় চলতি বছরের হজযাত্রা। সৌদি আরবের সঙ্গে চুক্তি অনুযায়ী বাংলাদেশ থেকে এবার ১ লাখ ২৬ হাজার ১৯৮ ব্যক্তি হজ করতে পারছেন। এর মধ্যে ৬ হাজার ১৯৮ জন সরকারি ব্যবস্থাপনায় এবং ১ লাখ ২০ হাজার জন বেসরকারি ব্যবস্থাপনায় যাবেন।

গতকাল শনিবার সকাল ৭টা ৫২ মিনিটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে প্রথম হজ ফ্লাইট জেদ্দার উদ্দেশে রওনা হয় বলে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের মহাব্যবস্থাপক (জিএম) শাকিল মেরাজ জানিয়েছেন।

সৌদি আরবের স্থানীয় সময় বেলা ১১টা ৩০ মিনিটের দিকে বিমান ফ্লাইটটি জেদ্দায় অবতরণ করে। জেদ্দা বন্দরে বাংলাদেশ থেকে যাওয়া হজযাত্রীদের উষ্ণ অভ্যর্থনা জানান সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত গোলাম মসিহ, জেদ্দার কনসাল জেনারেল এফএম বোরহান উদ্দিন, কাউন্সিলর (হজ) মোহাম্মদ মাকসুদুর রহমান, দূতাবাস, কনস্যুলেট ও সৌদি সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা। এ ছাড়া একই দিনে হজযাত্রী নিয়ে জেদ্দার উদ্দেশে ঢাকা ত্যাগ করে হজ ফ্লাইট বিজি-৩০১১ বেলা ১১টা ৫৫ মিনিটে ৪০২ জন, বিজি-৫০১১ বিকেল ৩টা ৫৫ মিনিটে ৪০২ জন হজযাত্রী নিয়ে এবং শিডিউল ফ্লাইট বিজি-০০৩৫ রাত ৮টা ৪৫ মিনিটে জেদ্দার উদ্দেশে ঢাকা ছাড়ে। এ ছাড়া গতকালই সাউদিয়া এরাবিয়ান এয়ারলাইনসের প্রথম হজ ফ্লাইট সকাল সাড়ে ৮টায় চার শতাধিক হজযাত্রী নিয়ে জেদ্দার উদ্দেশে ঢাকা ছাড়ে। এ ছাড়া সাউদিয়া এরাবিয়ান এয়ারলাইনসের আরো পাঁচটি ফ্লাইট হজযাত্রী নিয়ে ঢাকা ত্যাগ করে। প্রত্যেকটি ফ্লাইটেই চার শতাধিক করে হজযাত্রী ছিল। গতকাল প্রথম দিনে দুই এয়ারলাইনসের ১০টি ফ্লাইটে ৩ হাজার ৮২২ জন হজ যাত্রী ঢাকা ত্যাগ করেন। হজের শেষ ফ্লাইট ঢাকা ছেড়ে যাবে আগামী ১৫ আগস্ট।

হজ ফ্লাইটের হজযাত্রীদের বিদায় জানাতে বিমানবন্দরে উপস্থিত ছিলেন ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান ও বেসামরিক বিমান ও পর্যটনমন্ত্রী একেএম শাহজাহান কামাল। তারা হজযাত্রীদের সঙ্গে কুশলাদি বিনিময় করেন এবং দোয়া ও মোনাজাতের মাধ্যমে প্রথম হজ ফ্লাইট উদ্বোধন করেন। এ সময় বিমান পরিচালনা পর্ষদ চেয়ারম্যান ইনামুল বারী, ব্যবস্থাপনা পরিচালক এএম মোসাদ্দিক আহমেদ, পরিচালক প্রশাসন মোমিনুল ইসলাম, ফ্লাইট অপারেশন পরিচালক ফারহাত হাসান জামিল ও হাব মহাসচিব শাহাদাত হোসেন তসলিমসহ বিমানের অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পরে ধর্মমন্ত্রী সাংবাদিকদের বলেন, ২০১৮ সালের প্রথম হজ ফ্লাইট আজ (শনিবার) জেদ্দার উদ্দেশে রওনা করেছে। হজযাত্রীদের নিরাপদ যাত্রা কামনা করছি। তিনি বলেন, এ বছর পবিত্র হজব্রত পালনে হজযাত্রীরা ট্রাভেল এজেন্সির দ্বারা কোনো ধরনের প্রতারণা কিংবা ভোগান্তির শিকার হবেন না। হজযাত্রীদের কোনো ভোগান্তি যাতে না হয়, সে জন্য সরকার তৎপর রয়েছে। শতভাগ গ্যারান্টি দিচ্ছি, কেউ কোনো ধরনের প্রতারণার শিকার হবেন না ইনশাআল্লাহ।

হজযাত্রী পরিবহনে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে উল্লেখ করে বেসামরিক বিমান ও পর্যটনমন্ত্রী একেএম শাহজাহান কামাল বলেন, হজযাত্রীদের সঙ্গে আমরা কুশলবিনিময় করেছি। প্রথম ফ্লাইটে ৪১৯ জন হজযাত্রী যাচ্ছেন জেদ্দায়। এবার হজ যাতে সুন্দরভাবে পালন করতে পারে সে জন্য দোয়া করি। যাত্রীরা যাতে নিরাপদে হজে যেতে পারেন এবং নিরাপদে আবার ফিরে আসতে পারেন, সেটি কামনা করছি।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads