• বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪২৮
দ্বিতীয় দিনে আরো পাঁচ হাজার হজযাত্রী জেদ্দায়

১৩ হাজার হজযাত্রীর টিকেট সংগ্রহ করেনি ৫৬ এজেন্সি

সংরক্ষিত ছবি

ধর্ম

দ্বিতীয় দিনে আরো পাঁচ হাজার হজযাত্রী জেদ্দায়

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত ১৬ জুলাই ২০১৮

পবিত্র হজযাত্রার দ্বিতীয় দিন গতকাল রোববার ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ছেড়ে যাওয়া বিমান বাংলাদেশ এয়ারলাইনস ও সাউদিয়া এয়ারলাইনসের ১৩ ফ্লাইটে পাঁচ হাজার যাত্রী জেদ্দায় পৌঁছেছে। এদিকে এখনো বেসরকারি ৫৬ হজ এজেন্সি নিবন্ধিত ১২ হাজার ৯৪৯ হজযাত্রীর বিমান টিকেট সংগ্রহ করেনি। এমনকি হজযাত্রীদের বিমান টিকেট সংগ্রহে পে-অর্ডারও ইস্যু করেনি এসব এজেন্সি।

হজযাত্রার দ্বিতীয় দিন রোববার বিমান ও সৌদি এয়ারলাইনসের মোট ১৩টি ফ্লাইট সৌদির উদ্দেশে ছেড়ে যায়। এর মধ্যে বাংলাদেশ বিমানের ৬ এবং সাউদি এয়ারলাইনসের ৭ ফ্লাইট হজযাত্রী নিয়ে ছেড়ে যায়। ফ্লাইট শুরু হওয়ার দিনে ১৩ হজ ফ্লাইটে পাঁচ হাজার হজযাত্রী সৌদি আরব পৌঁছেছেন। গতকাল পর্যন্ত হজযাত্রীদের কোনো দুর্ভোগে পড়ার খবর পাওয়া যায়নি।

গতকাল রোববার দুপুর পর্যন্ত ১ লাখ ২৬ হাজার ৭৯৮ যাত্রীর বিপরীতে ভিসা হয়েছে মাত্র ৩১ হাজার ৪৭১টি। ভিসা প্রসেসিংয়ের ধীরগতির কারণে গতবারের মতো ভোগান্তির আশঙ্কা করছেন অনেক যাত্রী। এ বিষয়ে হজ এজেন্সি অব বাংলাদেশের (হাব) মহাসচিব শাহাদত হোসেন তসলিম জানান, ভিসা জটিলতার কোনো সুযোগ নেই। আমরা চেষ্টা করছি দ্রুত ভিসা দেওয়ার, অনেকেই পেয়েছেন। বাকিরা খুব কম সময়ের মধ্যেই পাবেন। এক্ষেত্রে তিনি যাত্রীদের হতাশ না হওয়ার পরামর্শ দিয়েছেন।

অপরদিকে, ভাড়া করা বিমানে হজযাত্রী পরিবহনে নিষেধাজ্ঞা জারির বিষয়টি সমাধান হয়েছে জানিয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের মহাব্যবস্থাপক (জনসংযোগ) শাকিল মেরাজ জানান, সৌদি অ্যাভিয়েশন কর্তৃপক্ষ হঠাৎ করে ভাড়া করা বিমানে হজযাত্রী পরিবহনে নিষেধাজ্ঞা দিলে আমরা বিপাকে পড়ে যাই। পরে অবশ্য কূটনৈতিক তৎপরতার কারণে সৌদি কর্তৃপক্ষ সে নিষেধাজ্ঞা তুলে নিয়েছে। ফলে ভাড়া করা বিমানেই এ বছর হজযাত্রী পাঠানো যাবে।

 

 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads