• বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪২৯
আসমানি কিতাবের পরিচয় ও সংখ্যা

আসমানি কিতাব— সৃষ্টির প্রতি স্রষ্টার নির্দেশনামা

ছবি: প্রতীকী

ধর্ম

আসমানি কিতাবের পরিচয় ও সংখ্যা

  • মিরাজ রহমান
  • প্রকাশিত ২৭ জুলাই ২০১৮

আসমানি কিতাব— ঐশী গ্রন্থ। সৃষ্টির প্রতি স্রষ্টার নির্দেশনামা। মহান আল্লাহ প্রদত্ত জীবনবিধানের সঙ্কলন। মানবজাতির জীবনবিধান ও দিকনির্দেশনাস্বরূপ নবী-রসুলদের ওপর আল্লাহ মহান যেসব গ্রন্থ নাজিল করেছেন তাকে ইসলামী পরিভাষায় ‘আসমানি কিতাব’ বলা হয়। বিশ্বাস করা হয়, আল্লাহ মহান আরশে বা আকাশ-আসমানে সমাসীন রয়েছেন বিধায় তাঁর পক্ষ থেকে পাঠানো গ্রন্থকে ‘আসমানি কিতাব’ বলা হয়। ‘আসমানি কিতাব’ মানে হলো আসমান থেকে পাঠানো কিতাব। ঐশী ফরমান।

প্রথম মানব ও প্রথম নবী হজরত আদম (আ.) থেকে শুরু করে সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ নবী হজরত মোহাম্মদ (সা.) পর্যন্ত আলাদা আলাদাভাবে অথবা পূর্ববর্তী নবী-রসুলের অনুসারি থাকার নির্দেশনাময় বহু ‘আসমানি কিতাব’ নাজিল হয়েছে। যাদের ওপর আলাদা জীবনবিধানসহ স্বতন্ত্র ‘আসমানি কিতাব’ নাজিল হয়েছে তাদের ইসলামী পরিভাষায় রসুল বলা হয়। আর যাদের পূববর্তী রসুলের ওপর নাজিলকৃত আসমানি কিতাবের অনুসরণ করার নির্দেশন প্রদান করা হয়েছে বা যাদের ওপর ছোট ‘আসমানি কিতাব’ বা সহিফা নাজিল হয়েছে তাদের বলা হয় নবী।

সর্বমোট কতগুলো ‘আসমানি কিতাব’ নাজিল হয়েছে তার সঠিক সংখ্যা নিয়ে মতপার্থক্য রয়েছে। গ্রহণযোগ্য সূত্র অনুসারে বলা হয়, আল্লাহ মহানের পক্ষ থেকে সর্বমোট ১০৪টি আসমানি কিতাব প্রদত্ত হয়েছে। এর মধ্যে চারটি খুব প্রসিদ্ধ বা প্রধান। আর সেগুলো হলো— হজরত দাউদ (আ.)-এর ওপর নাজিল হওয়া জবুর, হজরত মূসা (আ.)-এর ওপর নাজিল হওয়া তাওরাত, হজরত ঈসা (আ.)-এর ওপর নাজিল হওয়া ইঞ্জিল এবং হজরত মোহাম্মদ (সা.)-এর ওপর নাজিল হওয়া কোরআনুল কারিম।

প্রসিদ্ধ এ চারটি ঐশী গ্রন্থকে বড় বা প্রধান ‘আসমানি কিতাব’ বলা হয়। এ ছাড়া বাকি ছোট বা অপ্রসিদ্ধ যত গ্রন্থ রয়েছে সেগুলোকে ইসলামী পরিভাষায় ‘সহিফা’ বলা হয়। সহিফা আরবি শব্দ। এর অর্থ হলো ছোট গ্রন্থ বা পুস্তিকা। বড় হোক কিংবা ছোট, প্রসিদ্ধ হোক কিংবা হোক পুস্তিকা— সব আসমানি কিতাবের ওপর বিশ্বাস রাখা ঈমানের অঙ্গ। আল্লাহ মহান নবী-রসুলদের ওপর যত আসমানি কিতাব নাজিল করেছেন, নাম জানা বা না-জানা সবগুলোকে বিশ্বাস করতে হবে। এ মর্মে ইরশাদ হয়েছে, যারা আপনার প্রতি যা অবতীর্ণ হয়েছে এবং আপনার পূর্বে যা অবতীর্ণ হয়েছে তাতে ঈমান রাখে তারাই মুত্তাকি (সুরা বাকারা, আয়াত-৪)।

লেখক : আলেম ও সাংবাদিক

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads