• বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪২৮
জামাতে নামাজ আদায়ের গুরুত্ব

নামাজ জান্নাত লাভের অন্যতম শ্রেষ্ঠ আমল

সংরক্ষিত ছবি

ধর্ম

জামাতে নামাজ আদায়ের গুরুত্ব

  • প্রকাশিত ০২ আগস্ট ২০১৮

এম এম আবু দাউদ

পৃথিবীতে একজন নর-নারী যতদিন জীবন ধারণ করবে, তাকে তার প্রভুর ইবাদতের ওপর অবিচল থাকতে হবে। এ সম্পর্কে আল্লাহ রাব্বুল বলেন, ‘আর তোমার রবের ইবাদত করতে থাক সুনিশ্চিত ক্ষণের অর্থাৎ মৃত্যুর আগমন পর্যন্ত।’ সর্বশ্রেষ্ঠ ইবাদত হলো দিনে-রাতে পাঁচ ওয়াক্ত নামাজ সঠিকভাবে আদায় করা। নামাজ ছাড়া কিয়ামতের দিন মুক্তির কোনো ব্যবস্থা হবে না। সঠিকভাবে নামাজ আদায়কারীর জন্য রয়েছে মুক্তির প্রতিশ্রুতি। রসুল (সা.) বলেছেন, ‘আল্লাহপাক বলেন, আমি তোমার উম্মতের ওপর পাঁচ ওয়াক্ত নামাজ ফরজ করেছি এবং এ প্রতিশ্রুতি আমার কাছে রেখেছি, কেউ যদি এগুলো সময় অনুপাতে আদায় করে, আমি তাকে জান্নাতে প্রবেশ করাব। আর যে এগুলোর প্রতি যত্ন নেবে না, তার জন্য কোনো প্রতিশ্রুতি নেই।

রসুল (সা.) আরো বলেন, কিয়ামতের দিন সর্বপ্রথম হিসাব হবে নামাজের, যদি তা সঠিক হয় তখন তার নাকি সব আমলই সঠিক বলে গণ্য হবে। নামাজ জান্নাত লাভের অন্যতম শ্রেষ্ঠ আমল। একজন মুসলিম ও একজন অমুসলিমের মধ্যে পার্থক্য হলো নামাজ। আর এক্ষেত্রে মূল কথা হলো, তা জামাতের সঙ্গে আদায় করতে হবে। এ ছাড়া সব ধরনের ইবাদতের মূল উদ্দেশ্য হলো আল্লাহতায়ালার আদেশসমূহ বাস্তবায়ন করা এবং নিষেধসমূহ থেকে বিরত থাকার মাধ্যমে তাঁর আনুগত্য করা। জামাতের সঙ্গে নামাজ আদায় করা হলো মুমিন ব্যক্তিদের পক্ষ থেকে আল্লাহপাকের আদেশ পালন করা। আল্লাহ বলেন, ‘এবং তোমরা সালাত কায়েম কর ও জাকাত আদায় কর আর রুকুকারীদের সঙ্গে রুকু কর।’ এ আয়াতের ব্যাখ্যায় আলেমগণ বলেন, তোমরা মুমিনদের সঙ্গে তাদের উত্তম কর্মসমূহ সম্পাদনের ক্ষেত্রে তাদের দলভুক্ত হও। আর উত্তম কর্মসমূহের মধ্যে পরিপূর্ণ ও বিশেষ গুরুত্বপূর্ণ কর্ম হলো নামাজ। উল্লেখিত আয়াত দ্বারা অনেক আলেম বলেছেন, জামাতের সঙ্গে নামাজ আদায় করা ফরজ। জামাতের সঙ্গে নামাজ আদায় করাই হলো দ্বীনের উদ্দেশ্য ও ইসলামের প্রতীক এবং মুসলিম জাতির বাহ্যিক রূপ।

লেখক : আলেম

 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads