• বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪২৮
মালাকুল মউত কে

মালাকুল অর্থ ফেরেশতা আর মউত অর্থ মৃত্যু

ধর্ম

মালাকুল মউত কে

  • মিরাজ রহমান
  • প্রকাশিত ০৩ আগস্ট ২০১৮

মালাকুল মউত একজন ফেরেশতা। মালাকুল মউত আরবি দুটি শব্দের যুগলবাক্য। মালাকুল অর্থ ফেরেশতা আর মউত অর্থ মৃত্যু। মৃত্যুর ফেরেশতা। অর্থাৎ আল্লাহ মহানের আদেশক্রমে প্রাণিকুলের মৃত্যুর হুকুম বাস্তবায়ন করেন যে ফেরেশতা, তাকেই মালাকুল মউত বলা হয়। তিনি আল্লাহর পক্ষ থেকে রুহ কবজ করার দায়িত্বে নিয়োজিত আছেন। আল্লাহতায়ালা পবিত্র কোরআনে ইরশাদ করেন, ‘আপনি বলুন, তোমাদের জন্য নিযুক্ত ফেরেশতাই প্রাণ হরণ করবে।’ (সুরা সাজদা, আয়াত—১১)।

যে ফেরেশতা মানুষসহ সব প্রাণীর জান কবজ করেন, তার নাম হজরত আজরাইল (আ.)। পৃথিবীর পশ্চিম সীমান্ত থেকে পূর্ব সীমান্ত পর্যন্ত এবং উত্তর সীমান্ত থেকে দক্ষিণ সীমান্ত পর্যন্ত এক পদক্ষেপে অতিক্রম করার ক্ষমতা রাখেন তিনি। গোটা পৃথিবী হজরত আজরাইল (আ.)-এর কাছে দানাভর্তি ছোট্ট পেয়ালার মতো। আল্লাহ মহান যখন যে দানাটি উঠিয়ে নেওয়ার জন্য তার প্রতি হুকুম প্রদান করেন, তৎক্ষণাৎ তিনি তা বাস্তবায়ন করেন। কিছু কিছু ইসলামিক স্কলার অভিমত ব্যক্ত করেছেন, গোটা পৃথিবী আজরাইলের (আ.) চোখের সামনে উপস্থিত। আদেশ হওয়া মাত্র হজরত আজরাইল (আ.) জান কবজ করেন।

পবিত্র কোরআনে আরো ইরশাদ হয়েছে, অবশেষে যখন তোমাদের কারো মৃত্যু উপস্থিত হয় তখন আমার প্রেরিতরা তার মৃত্যু ঘটায় এবং তারা এতে কোনো ত্রুটি করে না। (সুরা আনআম, আয়াত— ৬১)। এ আয়াতের ব্যাখ্যায় ইবনে আবি হাতেম ও ইবনে আবি শায়বা (রহ.) হজরত আবদুল্লাহ ইবনে আব্বাস (রা.) থেকে বর্ণনা করেন— উক্ত আয়াতে রুসুল শব্দ দ্বারা রুহ কবজ করার সময় হজরত আজরাইলের সঙ্গে উপস্থিত সহকারী ফেরেশতাগণকেই বোঝানো হয়েছে। হজরত রবি ইবনে আনাস (রহ.) বলেন, রুহ কবজ করার সময় মালাকুল মউতের সঙ্গে তাঁর সহকারী হিসেবে একদল ফেরেশতা উপস্থিত থাকেন। কিন্তু হজরত আজরাইলই (আ.) মূল দায়িত্ব পালন করেন। রুহ কবজ করার পর রুহকে রহমতের ফেরেশতা অথবা আজাবের ফেরেশতার হাতে সোপর্দ করা হয়।

সুনানে ইবনে মাজায় হজরত আবু উমামা (রা.) থেকে বর্ণিত, তিনি বলেন— আমি রসুলকে (সা.) বলতে শুনেছি, নিশ্চয় আল্লাহতায়ালা রুহসমূহ কবজ করার দায়িত্ব আজরাইলকে (আ.) দান করেছেন, কিন্তু পানিতে নিমজ্জিত শহিদের রুহ আল্লাহ নিজে কবজ করেন। হজরত আনাস ইবনে মালেক ও আবদুল্লাহ ইবনে আব্বাস (রা.) প্রমুখ থেকে অনুরূপ বর্ণনা রয়েছে।

লেখক : আলেম ও সাংবাদিক

 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads