• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪২৯
সাত শ্রেণির লোক আরশের ছায়া পাবেন

সাত শ্রেণির লোক আরশের ছায়া পাবেন

প্রতীকী ছবি

ধর্ম

সাত শ্রেণির লোক আরশের ছায়া পাবেন

  • এম এম আবু দাউদ
  • প্রকাশিত ১৪ আগস্ট ২০১৮

আল্লাহর রসুল (সা.) বলেছেন, আল্লাহতায়ালা সাত ব্যক্তিকে কেয়ামতের দিনে তাঁর আরশের ছায়া দান করবেন, যেদিন তাঁর ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না; তারা হলেন—

এক. ন্যায়পরায়ণ বাদশাহ বা রাষ্ট্রনায়ক। যে ন্যায়পরায়ণতার সঙ্গে নিজ রাজ্য চালায়, তাকওয়া, ন্যায়-নিষ্ঠা ও ইনসাফের সঙ্গে আইনের শাসন পরিচালনা করে এবং জনসাধারণের অধিকারের প্রতি পূর্ণ সজাগ থাকে।

দুই. সেই যুবক, যার যৌবনকাল আল্লাহর ইবাদতে অতিবাহিত হয়। যৌবন অবস্থায় মহান আল্লাহর নির্দেশিত পথে জীবন অতিবাহিত করা বড় কঠিন কাজ, তাই এত ফজিলত। যৌবন অবস্থায় মানুষের গায়ে সাধারণত বল থাকে প্রবল, রক্তের জোর থাকে। যুদ্ধে যাওয়ার প্রতি থাকে প্রচণ্ড ঝোঁক। তাই অনেক সময় ধরাকে সরাজ্ঞান করে। আচার-ব্যবহারে পদস্খলন ঘটে। যৌবনকালই মানুষের মৌলিক সামর্থ্যের সময়, যে সময়ে সে সঠিকভাবে সব ইবাদত পালন করতে পারে।

তিন. সেই ব্যক্তি, যার অন্তর মসজিদের প্রতি সদা আকৃষ্ট থাকে। পাঁচ ওয়াক্ত নামাজের অপেক্ষায় তার মন মসজিদে পড়ে থাকে। মসজিদে নামাজ শেষে দুনিয়ার কাজে বাইরে বের হলেও পুনরায় মসজিদের দিকে তার মন টানে। কাজের মধ্যে তার খেয়াল থাকে মসজিদের দিকে। ধ্যান লাগিয়ে থাকে, অপেক্ষায় থাকে আজান হচ্ছে কি-না। মসজিদের খিদমত করে। পরিষ্কার-পরিচ্ছন্ন রাখে, সুগন্ধময় করে রাখে। দুনিয়াদার মানুষের মন দুনিয়ার সঙ্গে লটকে থাকে। চাষি চাষের সঙ্গে, ব্যবসায়ী ব্যবসায়ের সঙ্গে। এভাবে প্রত্যেকেই নিজ নিজ ব্যস্ততার মাঝে স্বস্তি খুঁজে পায়। কিন্তু মুমিন স্বস্তি খুঁজে পায় মসজিদে ইবাদত-বন্দেগিতে কাটিয়ে।

চার. সেই দুই ব্যক্তি, যারা আল্লাহর সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে বন্ধুত্ব ও ভালোবাসা স্থাপন করে। 

পাঁচ. আল্লাহর ভয়ে অভিসারিকার ডাকে যে সাড়া দেয় না। অবশ্য এ কাজ অত্যন্ত কঠিন। অবশ্যই এ কাজ চরম আল্লাহ-ভীরুতার, চরম ধৈর্য ও পরীক্ষার।

ছয়. সেই ব্যক্তি, যে গোপনে দান করে। এমনকি তার ডান হাত যা দান করে, তার বাম হাত পর্যন্ত তা জানতে পারে না। যেহেতু সে দান করে কেবল আল্লাহর জন্য। মানুষের কাছে সুনাম, খ্যাতি, সম্মান ইত্যাদি তার লক্ষ্য নয়।

সাত. সেই ব্যক্তি, যে নির্জনে আল্লাহকে স্মরণ করে; ফলে তার উভয় চোখে পানি বয়ে যায়। গোপনে তার মহত্ত্ব ও বিশালত্বের কথা স্মরণ করে ভয়ে তার কান্না আসে।

 

লেখক : আলেম

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads