• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪২৯
আলো ছড়াচ্ছে কৃষক মাঠ স্কুল

কৃষক মাঠ স্কুল

সংগৃহীত ছবি

ধর্ম

আলো ছড়াচ্ছে কৃষক মাঠ স্কুল

  • প্রকাশিত ২৯ আগস্ট ২০১৮

মো. এমদাদ উল্যাহ, চৌদ্দগ্রাম (কুমিল্লা) 

কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের অধীনে উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আবদুস সালাম ও জেসমিন আক্তার কালিকাপুর ইউনিয়নের চাঁনপুর গ্রামে পরিচালনা করছেন কৃষক মাঠ স্কুল। এই স্কুলে অভিজ্ঞ কৃষক ও স্থানীয় কৃষি সম্প্রসারণ কর্মকর্তারা কৃষকদের কৃষিবিষয়ক তথ্যাদি এবং সেবা দিয়ে থাকেন। তাদের প্রশিক্ষণের পাশাপাশি বিনামূল্যে চারা ও বীজ বিতরণ করা হয়। হাতে-কলমে মুরগি পালন, গরু মোটাতাজাকরণ পদ্ধতি শেখানো হয়।  

এ ছাড়া ফসল উৎপাদন, বীজ সংরক্ষণ ও পোকা দমন সম্পর্কে পরামর্শ দেওয়া হয়। কৃষক মাঠ স্কুলে গিয়ে দেখা যায়, সম্প্রসারণ কর্মকর্তারা অভিজ্ঞ কৃষকদের সঙ্গে নিয়েই তাদের খামার ও গৃহ পরিদর্শন করে কৃষকদের কৃষি বিষয়ে পরামর্শ দিচ্ছেন। সম্প্রতি কৃষক মাঠ স্কুলে এক আলোচনা সভায় উপস্থিত ছিলেন কুমিল্লা জেলা প্রশিক্ষণ কর্মকর্তা ড. সাহিনুল ইসলাম, জেলা অতিরিক্ত উপ-পরিচালক (শস্য) শহিদুল হক, উপজেলা কৃষি কর্মকর্তা আবদুল্লাহ আল মামুন, রেহান উদ্দিন, আবদুল মতিন, বিজন কুমার দেব প্রমুখ। 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads