• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪২৯
নামাজের ফরজ কী কী

প্রাপ্ত বয়স্ক, সুস্থ মস্তিষ্কসম্পন্ন নারী ও পুরুষের জন্য নামাজ আদায় করা ফরজ

সংগৃহীত ছবি

ধর্ম

নামাজের ফরজ কী কী

  • ওয়ালি উল্লাহ সিরাজ
  • প্রকাশিত ১৯ সেপ্টেম্বর ২০১৮

নামাজ ইসলামের একটি গুরুত্বপূর্ণ রুকন। প্রত্যেক মুসলিম প্রাপ্ত বয়স্ক, সুস্থ মস্তিষ্কসম্পন্ন নারী ও পুরুষের জন্য নামাজ আদায় করা ফরজ। নামাজকে সুন্দর ও পরিপূর্ণরূপে আদায় করতে হলে যে ১৩টি কাজ অবশ্যই করতে হবে সেগুলোকে বলা হয় ফরজ। নামাজের এই ১৩টি ফরজ বিধানকে দুইভাগে ভাগ করা হয়েছে। প্রথম সাতটি হচ্ছে নামাজের বাইরের ফরজ। অর্থাৎ নামাজ শুরু করার আগেই সাতটি কাজ করতে হবে। আর ছয়টি কাজ হচ্ছে নামাজের ভেতরের ফরজ। অর্থাৎ নামাজ শুরু করার পর এই ছয়টি ফরজ আদায় করতে হবে। নামাজের ফরজগুলো এখানে তুলে ধরা হলো।

১. শরীর পাক : নামাজ শুরু করার পূর্বে অবশ্যই নামাজী ব্যক্তিকে নিজের শরীর পবিত্র করে নিতে হবে। ২. কাপড় পাক : নামাজ যেহেতু গুরুত্বপূর্ণ বিষয় তাই নামাজ শুরু করার পূর্বে কাপড় পরিষ্কার-পরিচ্ছন্ন বা পবিত্র আছে কি না সেটা দেখে নিতে হবে। ৩. নামাজের জায়গা পাক : নামাজী ব্যক্তির শরীর ও কাপড় পবিত্র হওয়ার সঙ্গে সঙ্গে নামাজ পড়ার জায়গাটাকেও পবিত্র করে নিতে হবে। ৪. ছতর ঢাকা : নামাজে পুরুষের নাভির নিচ থেকে হাঁটুর নিচ পর্যন্ত ঢেকে রাখা ফরজ। মহিলাদের মুখমণ্ডল, দুই হাত কবজি পর্যন্ত ও টাখনুর নিচে পায়ের পাতা ছাড়া সব অঙ্গ ঢেকে রাখা ফরজ। নামাজী ব্যক্তিকে অবশ্যই ছতর ঢেকে নামাজ পড়তে হবে। ৫. কেবলামুখী হওয়া : নামাজী ব্যক্তিকে অবশ্যই কেবলামুখী হয়ে নামাজ পড়তে হবে। ৬. ওয়াক্তমতো নামাজ পড়া : নামাজী ব্যক্তিকে অবশ্যই প্রত্যেক ওয়াক্তের নামাজ ওয়াক্তমতো আদায় করতে হবে। ৭. নামাজের নিয়ত করা : কেউ যদি নামাজের নিয়ত না করে নামাজ পড়ে, তাহলে তার নামাজ হবে না।

নামাজের ভেতরে ছয়টি ফরজ রয়েছে। ১. তাকবিরে তাহরিমা : আল্লাহর মহত্ত্ব প্রকাশ পায় এমন শব্দ দ্বারা নামাজ আরম্ভ করা ফরজ। আর তা হচ্ছে তাকবিরে তাহরিমা তথা আল্লাহু আকবার। ২. কিয়াম করা : নামাজের জন্য সোজা হয়ে দাঁড়ানো। আল্লাহপাক বলেছেন, তোমরা আল্লাহর উদ্দেশে বিনীতভাবে দাঁড়াবে। (সুরা বাকারা : আয়াত ২৩৮)। ৩. কিরাত পড়া : সুরা ফাতিহার পর সুরা মেলানো। ফরজ নামাজের প্রথম দুই রাকাতে এবং ওয়াজিব, সুন্নাত ও নফল নামাজের সব রাকাতে সুরা মেলানোই ফরজ। ৪. রুকু করা : প্রত্যেক রাকাতে একবার রুকু করা ফরজ। রুকু হচ্ছে দাঁড়ানো থেকে অর্ধনমিত হওয়া, যেন দুহাত হাঁটু পর্যন্ত পৌঁছে যায়। মাথা এবং পিঠ এক সমান্তরালে চলে আসে। আর বসে নামাজ পড়ার সময়ও ঝুঁকতে হবে, যেন কপাল হাঁটু বরাবর গিয়ে পৌঁছে। ৫. সিজদা করা : প্রতি রাকাআতে দুটি সিজদা করা ফরজ। সিজদার সময় নাক ও কপাল মাটিতে রাখতে হবে। ৬. শেষ বৈঠকে বসা : নামাজের শেষ রাকাআতে সিজদার পর তাশাহুদ পড়তে যতটুকু সময় লাগে ততটুকু পরিমাণ সময় বসা (অবস্থান করা) ফরজ।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads