• বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪২৯
সৈয়দ আহমদুল হক রচনাবলি

প্রবন্ধাবলি থেকে সুফিবাদ বিষয়ক প্রবন্ধের সমন্বয়ে দুই খণ্ডের এই বইটি প্রকাশিত হয়েছে

সংগৃহীত ছবি

ধর্ম

অনন্য রচনাগ্রন্থ

সৈয়দ আহমদুল হক রচনাবলি

  • প্রকাশিত ০৫ অক্টোবর ২০১৮

সৈয়দ ফয়জুল আল আমীন

মহিমান্বিত আল্লাহর কালাম কোরআন, রসুল (সা.)-এর বাণী ও হাদিসে কুদসি থেকে সুফি দর্শনের উৎপত্তি হয়েছে। তাসাউফকে রসুল (সা.) নিজেই তিনটি স্তরে বিভক্ত করে শরিয়তের সঙ্গে তার সামঞ্জস্য বিধানপূর্বক বলেছেন, ‘আমি যা বলি তা শরিয়ত; আমি যা করি তা তরিকত; আমি যা প্রত্যক্ষ করি তা হকিকত; আমি যা চিনি তা মারেফত।’ অন্য একটি বর্ণনায় আছে, ‘শরিয়ত আমার নির্দেশাবলি, তরিকত আমার কর্মজীবন, হকিকত আমার অবস্থান, মারেফত আমার রহস্যভেদ।

সুফি দর্শন নিজস্ব স্বকীয়তায় উদ্ভাসিত, কোনো ধর্ম, দর্শন বা মতবাদের অনুকরণে প্রচলিত হয়নি। কোরানিক দর্শন থেকেই এর উৎপত্তি এবং এ দর্শন ইসলামিক চিন্তা-চেতনা ও ভাবধারা থেকে উৎসারিত হয়েছে। বাংলার রুমি সৈয়দ আহমদুল হক (রহ.) সুফিবাদ বিষয়সহ নানা বিষয়ে বিভিন্ন প্রবন্ধ লিখেছেন। তাঁর সেই প্রবন্ধাবলি থেকে সুফিবাদ বিষয়ক প্রবন্ধের সমন্বয়ে দুই খণ্ডের একটি বই প্রকাশিত হয়েছে। বইটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। বইটির নাম দেওয়া হয়েছে ‘সৈয়দ আহমদুল হক রচনাবলি’।

সৈয়দ আহমদুল হক। তিনি একজন সুফিসাধক, তাঁর উপাধি ‘বাংলার রুমি’। তিনি জন্মগ্রহণ করেন বারো আউলিয়ার পুণ্যভূমি চট্টগ্রামের রাঙ্গুনিয়া থানার পদুয়া ইউনিয়নের পাহাড়ি তটিনী কর্ণফুলীর তীরে জয়নগর গ্রামে এক আধ্যাত্মিক সাধক পরিবারে ১৯১৮ সালের ২ সেপ্টেম্বরে। তিনি কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে ১৯৪০ সালে ইংরেজিতে অনার্স, ১৯৪২ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজিতে এমএ, ১৯৬১ সালে বৈরুতের আমেরিকান বিশ্ববিদ্যালয় থেকে লোকপ্রশাসনে এমএ এবং ব্রিটেনের ম্যানচেস্টার বিশ্ববিদ্যালয় থেকে রফতানি বাণিজ্যের ওপর উচ্চতর প্রশিক্ষণ ও ডিপ্লোমা ডিগ্রি অর্জন করেন।

সৈয়দ আহমদুল হক রচনাবলি-এর প্রথম খণ্ডের বইটি খুবই গুরুত্বপূর্ণ। এই বইটির প্রবন্ধগুলোর বেশিরভাগ প্রবন্ধই চট্টগ্রামের জনপ্রিয় পত্রিকা দৈনিক আজাদীতে বিভিন্ন সময় প্রকাশিত হয়েছে। প্রবন্ধগুলোকে কয়েকভাগে ভাগ করা হয়েছে। যেমন ধর্ম, ইতিহাস, সাহিত্য-সমালোচনা, ভ্রমণ-বৃত্তান্ত এবং শিল্প ও বাণিজ্য। ধর্মীয় প্রবন্ধগুলোর মধ্যে আছে মওলানা জালালুদ্দিন রুমির প্রেম ও ভক্তির রূপরেখা, সুফিবাদ ও ইসলাম, ঈমান, সফল রাষ্ট্রনায়ক হিসেবে হজরত মোহাম্মদ (সা.), প্রেম শরাব, রমেশ ফকিহ ইত্যাদি। ঐতিহাসিক প্রবন্ধগুলোর মধ্যে আছে রাঙ্গুনিয়া বা রঙ্গিনা, হাওলার ইতিকথা, রত্নদ্বীপ কুতুবদিয়া, মুক্তার দ্বীপ মহেষখালী মুসলিম ও ব্রিটিশ পরিবৃত্তিকালে চট্টগ্রামের শিক্ষিত সমাজ ইত্যাদি। ভ্রমণ-বৃত্তান্তের মধ্যে আছে ইরাকে হজরত বড়পীর ও অন্যান্য মহাপুরুষদের মাজার জিয়ারত এবং রাষ্ট্রীয় অতিথি হিসেবে ইরান সফর ইত্যাদি। বইটির কাগজ খুবই উন্নতমানের। পৃষ্ঠাসংখ্যা ৩৪১। বইটি প্রকাশিত হয়েছে ২০১৭ সালের মার্চ মাসে। প্রচ্ছদও বেশ সুন্দর। বইটির মুদ্রিত মূল্য ৪০০ টাকা।

সৈয়দ আহমদুল হক রচনাবলি-এর দ্বিতীয় খণ্ডের বইটি খুবই গুরুত্বপূর্ণ। বইতে ধর্ম, দর্শন, ইতহাস, সাহিত্য এবং সভ্যতা-সংস্কৃতির বিভিন্ন বিষয় নিয়ে লেখা রয়েছে। এ বইয়ে চিরাচরিত ধর্মীয় ধ্যান-ধারণার বাইরে গিয়ে কখনো কখনো স্পর্শকাতর বিষয়কে স্পষ্টভাবে আলোচনায় আনা হয়েছে। যেখানে অনুসন্ধিৎসু মানুষকে মহাসত্য উপলব্ধি করার সুযোগ সৃষ্টি করে দিয়েছেন। এই বইটিতে মোট ২৪টি প্রবন্ধ রয়েছে। বইটিতে রয়েছে ধর্ম ও সাম্প্রদায়িকতা, মৌলবাদ, বাংলা কবিতায় ফারসি ভাবধারা, বিভিন্ন মুসলিম সম্প্রদায়ের মধ্যে একত্ববোধ ও সম্প্রীতি সাধন, ইংরেজি সাহিত্যের ওপর মুসলিম সভ্যতার প্রভাব, কে পাগল কে ফকির? মওলানা জালালুদ্দিন রুমির সংক্ষিপ্ত জীবনালেখ্য, বাংলাদেশের সুফি সাহিত্য : সূচনা ও ক্রমবিকাশ ইত্যাদি। পৃষ্ঠাসংখ্যা ৩২০। প্রচ্ছদ খুবই সুন্দর। এমনকি কাগজও উন্নতমানের। বইটি প্রকাশিত হয়েছে ২০১৭ সালের মার্চ মাসে। মূল্য ৪০০ টাকা।

বইটির বিষয়ে কথা বলেছেন আল্লামা রুমি সোসাইটি বাংলাদেশ-এর জেনারেল সেক্রেটারি অধ্যাপক ড. কে এম সাইফুল ইসলাম খান। বাংলার রুমি একজন শান্তিপ্রিয় মানুষ ছিলেন। তার লেখা বিভিন্ন বিষয় বাংলা ভাষায় তুলে আনতে চেষ্টা করছি। মানুষ এ বিষয়গুলো পড়তে চায়। কিন্তু বাংলা ভাষায় তেমন কিছু নেই। আমরা দুটি খণ্ডের বই বের করেছি। অচিরেই তৃতীয় খণ্ড বের হবে। এরপর আরো কয়েক খণ্ড বই বের করার ইচ্ছা আছে আমাদের।

সুফিবাদ বিষয়ক প্রবন্ধাবলি, সৈয়দ আহমদুল হক রচনাবলি দুই খণ্ডের বইয়ের প্রকাশক আল্লামা রুমি সোসাইটি বাংলাদেশ। রুহ আফজা কুটির, ১২৮ লালখান বাজার, চট্টগ্রাম।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads