• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪২৯
আজ মহাসপ্তমীতে হবে দেবী দুর্গার চক্ষুদান

আজ মহাসপ্তমীতে হবে দেবী দুর্গার চক্ষুদান

ছবি : সংগৃহীত

ধর্ম

আজ মহাসপ্তমীতে হবে দেবী দুর্গার চক্ষুদান

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত ১৬ অক্টোবর ২০১৮

মহাষষ্ঠীর সাড়ম্বরতা শেষে শারদীয় দুর্গোৎসবের মহাসপ্তমী আজ মঙ্গলবার।  গতকাল সোমবার সকালে ষষ্ঠাদি কল্পারম্ভ, সন্ধ্যায় আমন্ত্রণ অধিবাস এবং ষষ্ঠী পূজা অনুষ্ঠিত হয়েছে। সেই সঙ্গে মণ্ডপে মণ্ডপে ছিল পুষ্পাঞ্জলি, আরতি প্রসাদ বিতরণ। মহাষষ্ঠী পূজার দিনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঢাকা রামকৃষ্ণ মিশন ঢাকেশ্বরী মন্দিরের পূজামণ্ডপ পরিদর্শন করেছেন।

আয়োজকরা জানান, মহাসপ্তমীতে হবে নবপত্রিকা প্রবেশ স্থাপন, ষোড়শ উপাচার অর্থাৎ ষোলোটি উপাদানে দেবীর পূজা। উৎসবের দ্বিতীয় দিন মঙ্গলবার সকালে ত্রিনয়নী দেবী দুর্গার চক্ষুদান করা হবে। সকালে দেবীকে আসন, বস্ত্র, নৈবেদ্য, স্নানীয়, পুষ্পমাল্য, চন্দন, ধূপ দীপ দিয়ে পূজা করবে ভক্তরা। সপ্তমী পূজা উপলক্ষে সন্ধ্যায় বিভিন্ন মণ্ডপে ভক্তিমূলক সঙ্গীতানুষ্ঠান, রামায়ণ পালা, আরতিসহ নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

রামকৃষ্ণ মঠ মিশনে গতকাল সকাল সাড়ে ৬টায় শুরু হয় দেবীর ষষ্ঠাদি কল্পারম্ভ। সন্ধ্যায় অনুষ্ঠিত হয় দেবীর আমন্ত্রণ অধিবাস। মহাসপ্তমীর পূজা শুরু হবে আজ সকাল সাড়ে ৬টায়। আর ঢাকেশ্বরী জাতীয় মন্দির মেলাঙ্গনে গতকাল ষষ্ঠী পূজা ছাড়াও সন্ধ্যায় অনুষ্ঠিত হয়েছে ভক্তিমূলক সঙ্গীতানুষ্ঠান। সন্ধ্যায় ঊর্ধ্বতন কর্মকর্তারা মন্দির পরিদর্শনে যান।

ছাড়া বরদেশ্বরী কালীমাতা মন্দির শ্মশান কমিটি, রমনা কালীমন্দির, বাড্ডার কালীমাতা দেবী মন্দির, সূত্রাপুরের রাম-সীতা মন্দির, আর এম দাস রোডের গৌতম মন্দির, শাঁখারীবাজারের প্রতিদ্বন্দ্বী পূজামণ্ডপ, কে এম দাস লেনের ভোলানন্দগিরি আশ্রম ট্রাস্টসহ রাজধানীর বিভিন্ন মণ্ডপে প্রায় একই সময়ে ষষ্ঠী পূজা অনুষ্ঠিত হয়েছে।

প্রতিদিন পূজা শেষে অঞ্জলি, প্রসাদ বিতরণ সন্ধ্যায় ভোগ আরতি, ভক্তিমূলক সঙ্গীতানুষ্ঠান, নাটক, অঞ্জলি, প্রসাদ বিতরণ সন্ধ্যায় ভোগ আরতি আরতি প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। পূজাকে কেন্দ্র করে অনেক স্থানে মেলাও জমে উঠেছে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads