• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪২৯

ধর্ম

আমাদের মৃত্যুর জন্য প্রস্তুতি নিতে হবে

  • মাজহারুল ইসলাম
  • প্রকাশিত ০৩ নভেম্বর ২০১৮

আমরা ভালো কাজ করি। আল্লাহপাক আমাদের সুযোগ দিয়েছেন, সে জন্য এই ভালো কাজ করতে পারি। সেই সঙ্গে আমরা আজকে নামাজ পড়তে এসেছি, আল্লাহপাক আমাদের মসজিদে আসার সুযোগ করে দিয়েছেন সেই জন্য। আল্লাহপাক যদি কাউকে ভালো কাজ করার সুযোগ না দেন, তাহলে কারো পক্ষেই ভালো কাজ করার সুযোগ হবে না। সুতরাং আমরা যে নামাজ পড়তে আসতে পেরেছি এবং আমরা যে ভালো কাজ করতে পারছি, সেই জন্য অবশ্যই আল্লাহর শুকরিয়া আদায় করতে হবে।

পবিত্র কোরআনের সুরা আল ইমরানের ১০২নং আয়াতে আল্লাহপাক ইরশাদ করেছেন, হে ঈমানদারগণ! তোমরা যথাযথভাবে আল্লাহকে ভয় কর। মুসলিম থাকা অবস্থায় ছাড়া যেন তোমাদের মৃত্যু না হয়। এই আয়াতে আল্লাহপাক ইরশাদ করেছেন, তোমরা মুসলিম না হয়ে মৃত্যুবরণ কর না। সুতরাং মৃত্যুর আগে আমাদের সবাইকে মুসলিম হতে হবে।

পবিত্র কোরআনের সুরা হাশরের ১৮নং আয়াতে আল্লাহপাক আরো ইরশাদ করেছেন, হে ঈমানদাররা, আল্লাহকে ভয় কর। আর প্রত্যেককেই যেন লক্ষ রাখে, সে আগামীকালের জন্য কী প্রস্তুতি নিয়ে রেখেছে। আল্লাহকে ভয় করতে থাক। আল্লাহ নিশ্চিতভাবেই তোমাদের সেসব কাজ সম্পর্কে অবহিত, যা তোমরা করে থাক।  

এই আয়াতে আগামীকাল অর্থ আখেরাত। দুনিয়ার এই গোটা জীবনকাল হলো, ‘আজ’ এবং কিয়ামতের দিন হলো আগামীকাল-যার আগমন ঘটবে আজকের এই দিনটির পরে। এ ধরনের বাচনভঙ্গির মাধ্যমে আল্লাহপাক অত্যন্ত বিজ্ঞোচিতভাবে মানুষকে বুঝিয়েছেন যে, ক্ষণস্থায়ী আনন্দ উপভোগ করার জন্য যে ব্যক্তি তার সবকিছু ব্যয় করে ফেলে এবং কাল তার কাছে ক্ষমা নিবারণের জন্য খাদ্য আর মাথাগোঁজার ঠাঁই থাকবে কিনা সে কথা চিন্তা করে না, সেই ব্যক্তি এ পৃথিবীতে বড় নির্বোধ।

ঠিক তেমনি ওই ব্যক্তিও নিজের পায়ে কুঠারাঘাত করছে, যে তার পার্থিব জীবন নির্মাণের চিন্তায় এতই বিভোর যে আখেরাত সম্পর্কে একেবারেই গাফেল হয়ে গেছে। অথচ আজকের দিনটির পর কালকের দিনটি যেমন অবশ্যই আসবে, তেমনি আখেরাতও আসবে। আর দুনিয়ার বর্তমান জীবনে যদি সে সেখানকার জন্য অগ্রিম কোনো ব্যবস্থা না করে, তাহলে সেখানে কিছুই পাবে না।

আমরা কম-বেশি সবাই ব্যাংকে টাকা জমা রাখি ভবিষ্যতের জন্য। কিন্তু আমাদের আসল ভবিষ্যৎ হচ্ছে আখেরাত। আমরা সেখানকার জন্য কি জমা করছি? আমরা কি সেই ব্যাংকে নেকি জমা করছি? আমাদের আসল চিন্তা করতে হবে আখেরাতের জন্য। মৃত্যু যেকোনো সময় চলে আসতে পারে। আমাদের সবাইকে মৃত্যুর জন্য প্রস্তুতি নিতে হবে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads