• শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪২৮

ধর্ম

পবিত্র কোরআন তিলাওয়াতের গুরুত্ব

  • ওয়ালি উল্লাহ সিরাজ
  • প্রকাশিত ২৯ নভেম্বর ২০১৮

মহাগ্রন্থ আল-কোরআন আল্লাহপাকের পক্ষ থেকে নাজিল করা সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ গ্রন্থ। সব ধরনের জ্ঞান-বিজ্ঞানের আধার এই মহাগ্রন্থ। মানবজাতির সবধরনের সমস্যার সঠিক সমাধান দিয়েছে আল-কোরআন। এটি মানবজাতির পূর্ণাঙ্গ জীবন বিধান। এর অধ্যয়ন, অনুধাবন ও অনুসরণের মধ্যেই নিহিত রয়েছে মানুষের কল্যাণ। এই ঐশী বাণীর কার্যকারিতা শাশ্বত ও চিরন্তন। আল্লাহপাক পবিত্র কোরআনে মহানবী (সা.)-কে লক্ষ্য করে ঘোষণা করেছেন, আমি আপনার কাছে উপদেশ (মহাগ্রন্থ আল-কোরআন) এ জন্যই অবতীর্ণ বাণীসমূহ সুস্পষ্টভাবে বর্ণনা করে দেন (সুরা নাহল, আয়াত : ৪৪)। পবিত্র কোরআনের অন্য একটি আয়াতে আল্লাহপাক আরো ইরশাদ করেছেন, নিঃসন্দেহে আল্লাহপাক মুমিনদের ওপর অবশ্যই অনুগ্রহ করেছেন যে, তিনি তাদের নিজেদের মধ্য থেকে একজন রসুল প্রেরণ করেছেন, যিনি তাদের সামনে আল্লাহপাকের আয়াতসমূহ তিলাওয়াত করেন এবং তাদের পরিশোধন করেন এবং তাদের কিতাব ও হিকমত শিক্ষা দেন (সুরা আল-ইমরান, আয়াত : ১৬৪)।

এই পবিত্র মহাগ্রন্থের শ্রেষ্ঠত্ব হলো, বিশ্বে এমন কোনো মৌলিক সমস্যা নেই যার সঠিক, বাস্তবসম্মত এবং শান্তিপূর্ণ সমাধান সম্পর্কিত মূলনীতি এতে বর্ণিত হয়নি। কোরআন সর্বযুগের সকল মানবের জন্য সমভাবে প্রযোজ্য। ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র তথা আন্তঃদেশীয় ও আন্তর্জাতিক সমুদয় বিষয়ের সুস্পষ্ট ধারণা কোরআনে যেমন রয়েছে, অন্য কোনো গ্রন্থে তা নেই। আল্লাহপাক পবিত্র কোরআনে ইরশাদ করেছেন, নিশ্চয়ই আমি এই মহাগ্রন্থ আল-কোরআনে মানবজাতির কল্যাণের জন্য সকল বিষয় বিশদগভাবে বিশ্লেষণ করে দিয়েছি (সুরা কাহফ, আয়াত : ৫৪)।

অতীতের ঐশী গ্রন্থাবলির সবগুলোই একই সঙ্গে অবতীর্ণ হয়েছিল; কিন্তু মহাগ্রন্থ আল-কোরআন একসঙ্গে অবতীর্ণ হয়নি। প্রায় ২৩ বছর ধরে ঘটনা, পরিস্থিতি ও সমস্যার সমাধানের প্রয়োজনে স্থান, কাল ও পাত্রভেদে নাজিল হয়েছে। পবিত্র কোরআনে আল্লাহপাক ইরশাদ করেছেন, তবে কি তারা কোরআন সম্পর্কে অনুধাবন করে না? আর যদি তা আল্লাহ ছাড়া অন্য কারো কাছ থেকে আসত তবে তারা এতে অনেক অসঙ্গতি পেত (সুরা নিসা, আয়াত :  ৮২)।

হজরত উসমান (রা.) থেকে বর্ণিত। পবিত্র কোরআন তিলাওয়াতের ফজিলত সম্পর্কে মহানবী (সা.) ইরশাদ করেছেন, তোমাদের মধ্যে ওই ব্যক্তিই সর্বশ্রেষ্ঠ, যে কোরআন শরিফ স্বয়ং শিখেছে এবং অন্যকেও শিখিয়েছে (বুখারি)। যেহেতু কোরআনে রয়েছে ইসলাম ধর্মের মূল নীতিমালা এবং এর প্রচার ও প্রসারের তাগিদ এসেছে বারবার, সেহেতু কোরআনের শিক্ষালাভ ও শিক্ষাদান শ্রেষ্ঠতম ইবাদত হওয়াই স্বাভাবিক। এর প্রকারভেদও ভিন্ন হতে পারে। উচ্চমানের শিক্ষা পদ্ধতি হলো অর্থ ও ব্যাখ্যা অবগত হওয়া এবং স্বাভাবিক শিক্ষা পদ্ধতি হলো শব্দ ও তিলাওয়াত শিক্ষা করা।

 

লেখক : আলেম ও গবেষক

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads